IPL 2024-এর প্লে অফসে উঠবে এমন চারটি দল বেছে নিলেন বরুন চক্রবর্তী, জায়গা দিলেননা RCB-কে

আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হতে আর ২০ দিনও দেরি নেই। ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় উৎসব।...
techgup 3 March 2024 1:30 PM IST

আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হতে আর ২০ দিনও দেরি নেই। ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় উৎসব। ইতিমধ্যেই বেশিরভাগ দলের খেলোয়াড়রা প্রস্তুতি শুরু করে দিয়েছেন, খুব তাড়াতাড়ি দলের বিদেশে খেলোয়াড়রাও দলের সাথে যোগ দেবেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং গৌতম‌ গম্ভীরের (Gautam Gambhir) প্রত্যাবর্তনে এ বছরের টুর্নামেন্ট নিয়ে আশাবাদী কেকেআর ভক্তরা।

এরই মধ্যে সামনে এলো কলকাতা নাইট রাইডার্সের প্রধান স্পিনার বরুন চক্রবর্তীর (Varun Chakaravarthy) ইন্টারভিউ। সেখানে তিনি আসন্ন সিজনে কেকেআর জুড়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বরুন‌ বলেন- "আগেরবার আমি নিজ দায়িত্বে দলকে ৪টে ম্যাচ জেতাতে সক্ষম হয়েছিলাম। এবারে আমার লক্ষ্য হল আরো‌ ম্যাচ নিজের দৌলতে জেতানো।"

এছাড়া এবছরের আইপিএলে প্লে অফসে কোয়ালিফাই করতে পারে এমন চারটি দলও বেছে নিয়েছেন তিনি। প্লে অফসের জন্য সবার উপরে তিনি রেখেছেন নিজের দল কলকাতাকে। দ্বিতীয় স্থানে রেখেছেন ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians)।

তিন নম্বর স্থানে বরুন রেখেছেন গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings)। এবং চার নম্বর স্থানে তিনি স্থান দিয়েছেন রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) । ২৩ মার্চ কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers) এর বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে আইপিএল অভিযান শুরু করবে।

Show Full Article
Next Story