Venkatesh Iyer: আইপিএল জিতে এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভেঙ্কটেশ, কাকে বিয়ে করলেন?

একজন ক্রিকেটারকে শারীরিক পরিশ্রমের সঙ্গে সঙ্গে একাধিক মানসিক চাপ সহ্য করতে হয়। ফলে একজন সফল ক্রিকেটারের যোগ্য স্ত্রী হয়ে ওঠা খুব সহজ বিষয় নয়। অন্যদিকে প্রায়শই তারকা ক্রিকেটারদের স্ত্রীদের স্টেডিয়ামে উপস্থিত থেকে দলকে সমর্থন করতে দেখা যায়। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার জুটিতো ক্রিকেট মহলের বাইরেও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এবার আজ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অন্যতম তারকা ব্যাটসম্যান বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

এই বছর আইপিএলে নতুন মেন্টর গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে কলকাতা নাইট রাইডার্স প্রথম থেকেই দুরন্ত পারফরম্যান্স করে ভক্তদের মুগ্ধ করে। এরপর তারা লিগ পর্যায়ে শীর্ষ স্থানে থেকে প্লে অফে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালেও নাইট বাহিনী তাদের দাপট বজায় রেখেছিল। বিশেষ করে প্লে অফে এবং ফাইনালে কলকাতার হয়ে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyar) দুরন্ত ব্যাটিং করেছিলেন।

তার ব্যাট থেকে এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচেই অর্ধশতরান আসে। এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ভেঙ্কটেশ আইয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। উল্লেখ্য গত বছর তিনি শ্রুতি রঘুনাথনের (Shruti Raghunathan) সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন করেছিলেন। আজ অর্থাৎ ২ জুন এই দম্পতি পরিবার এবং বন্ধুদের সঙ্গে নিয়ে ভারতের ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাকি জীবনে একসাথে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন। আইয়ারের বিয়ের অনুষ্ঠানের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আসতেই এখন ভাইরাল হয়েছে।

এই নব-বিবাহিত দম্পতিকে ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় বিবাহের পোশাকে দেখা যাচ্ছে। উল্লেখ্য শ্রুতি রঘুনাথন পিএসজি কলেজ অফ আর্টস অ্যান্ড সাইন্স থেকে বিকম করেছেন। এছাড়াও তার ফ্যাশন ম্যানেজমেন্টে মাস্টার্সও করা রয়েছে। বর্তমানে শ্রুতি বেঙ্গালুরুতে এক বেসরকারি সংস্থায় মার্চেন্ডাইজ প্ল্যানার হিসাবে চাকরি করছেন। অন্যদিকে ভেঙ্কটেশ আইয়ার আইপিএলে নিজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি দীর্ঘদিন দেশের হয়ে জায়গা করে নিতে পারছেন না। ভেঙ্কটেশ আইয়ার এখনও পর্যন্ত ভারতের হয়ে ৯ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৩৩ রান করেছেন।

Julai Mondal

Share
Published by
Julai Mondal

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

8 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

52 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago