বিশ্বকাপ নয় এখন আইপিএল ফাইনালই‌ লক্ষ্য, অল্পে আউট হলেও‌ আফশোস নেই, জানালেন গুরবাজ

আইপিএলের (IPL 2024) মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মতো বড় দলে অংশগ্রহণ করার জন্য প্রায় প্রতিটি ক্রিকেটার অপেক্ষা করে থাকেন। এই বছর টুর্নামেন্টে নাইটবাহিনী অসাধারণ পারফরম্যান্স করে নিজেদের আবার প্রমাণ করেছে। ইতিমধ্যেই তারা গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চলমান আইপিএলের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে। এবার নাইট শিবিরে দীর্ঘদিন পর আবার ফিরে এসে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)।

এই বছর আইপিএলের প্রথম থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইংলিশ তারকা ফিল সল্ট এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন ওপেনিং করতে এসে ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স করেন। এর ফলে কলকাতা লিগ পর্যায়ে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে শেষ করে প্লে অফে প্রথম দল হিসাবে জায়গা করে নেয়। তবে অসাধারণ ফর্মে থাকলেও ফিল সল্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য দেশে ফিরে গেছেন।

ফলে এই বছর আইপিএলের কোয়ালিফায়ার ১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ কলকাতার হয়ে নারিনের সঙ্গে ওপেনিং করেন। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তার ব্যাট থেকে ১৪ বলে ২৩ রান এসেছে। এরপর ম্যাচ শেষে গুরবাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সল্টের পরিবর্তে নিজের জায়গা করে নেওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ম্যাচের আগে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyar) আমাকে বলেছিলেন, ‘গুরবাজ কোনো কিছু নিয়ে চিন্তা করো না। তুমি খেলার জন্য যথেষ্ট ভালো একজন ক্রিকেটার। যাও তোমার স্বাভাবিক খেলা খেলো এবং ম্যাচ উপভোগ করো।”

তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান দলের প্রত্যাশার বিষয়ে জিজ্ঞাসা করা হলে এই আফগান তারকা বলেন, “এখন আমার আইপিএল ফাইনালে ফোকাস করা উচিত। এটি একটি বড়ো ফাইনাল।” এর সঙ্গেই গতকাল নিজের আউটের বিষয়ে গুরবাজ জানান, “আমি আমার শট নির্বাচন নিয়ে খুশি। এটা ঠিকভাবে আসেনি। তবে আমার উদ্দেশ্য ভালো ছিল। আমি আমার শট নিয়ে হতাশ নই।” এছাড়াও তিনি উল্লেখ করেছেন এই বছর আইপিএলে কলকাতার বোলিং আক্রমণ সবচেয়ে শক্তিশালী।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago