পরের সিজনে নাইট রাইডার্সে যোগ দেবেন রোহিত? জল্পনার অবসান ঘটিয়ে জবাব দিলেন KKR CEO
আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হওয়ার আগেই রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়ক পদ থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik...আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হওয়ার আগেই রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়ক পদ থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নতুন অধিনায়ক করে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ফ্র্যাঞ্চাইজি। আর তারপর থেকে একের পর এক বিপত্তি ঘটেই চলেছে। অন্যদিকে এবার আইপিএলের মাঝপথেই শোনা যাচ্ছে, আগামী মরশুমে আর মুম্বাইয়ের হয়ে খেলবেন না রোহিত শর্মা। আগামী মরশুমে মেগা নিলামে নাম নথিভুক্ত করবেন তিনি।
রোহিতের মেগা নিলামে আসার বিষয়টি কতটা সত্য, সেই নিয়ে এখনো কোনো অফিসিয়াল খবরাখবর নেই। তবে অনেক অভিজ্ঞ ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই মনে করছেন, রোহিত মেগা নিলামে আসবেন। এদিকে একদল মানুষ নিজের পছন্দের জার্সিতে রোহিতকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। যাই হোক, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সহকারী কোচ অভিষেক নায়ারের (Abhishek Nayar) সাথে ভারতীয় দলের অধিনায়কের কথা হওয়ায় এবং তিনি নাইটদের ড্রেসিংরুম শেয়ার করায়, সকলে ভাবছেন আগামী মরশুমে যে কোনো মূল্যে রোহিতকে দলে নিতে পারে কেকেআর।
যদিও রোহিতকে নেওয়ার ইচ্ছা কেকেআরের অনেক আগে থেকেই, কথাটি ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু বর্তমানে রোহিতকে দলে নেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলতে শোনা গেছে কেকেআর ফ্র্যাঞ্চাইজির সিইও ভেঙ্কি মাইসোরকে (Venky Mysore)। রোহিতেকে কেকেআর দলে যোগ দেওয়া নিয়ে যে গুঞ্জন উঠছে, সেই প্রসঙ্গে ভেঙ্কি একটি ভিডিওতে জানিয়েছেন, “একসাথে দাঁড়িয়ে কথা বলা, গল্প করা এগুলি কোনো ব্যাপারই না। রোহিত শর্মা এবং অভিষেক নায়ার অনেক সময় ধরে খুব ভালো বন্ধু। কেউ কেউ আবার এই গল্প করা নিয়েই রহস্য তৈরী করছে।”
রোহিতকে কেকেআর দলে সামিল করবে কিনা সেটা সময় বলে দেবে। তবে ভারতীয় দলের অধিনায়ক যদি নিলামে আসেন, তাহলে অনেক দলই তাকে অধিনায়ক হিসাবে দলে নিতে চাইবে। সেক্ষেত্রে রোহিতকে দলে সামিল করাটা খুব একটা সহজ হবে না কেকেআরের। যাই হোক, এক শ্রেনীর মানুষ এমনও মনে করেন, যেহেতু কেকেআরের অধিনায়ক হিসাবে তরুণ শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) রয়েছেন, সেহেতু, রোহিতকে এই মুহূর্তে কেকেআরের দরকার পড়বে না।