একটিও রিটেন নয়, সবই RTM, প্লেয়ারদের যোগ্য দাম দিতে মেগা নিলামের জন্য অদ্ভুত প্রস্তাব KKR CEO-এর
সমাপ্ত হয়েছে আইপিএল ২০২৪ (IPL 2024)। আইপিএলের এই সপ্তদশ মরশুমটি নিজেদের নাম করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight...সমাপ্ত হয়েছে আইপিএল ২০২৪ (IPL 2024)। আইপিএলের এই সপ্তদশ মরশুমটি নিজেদের নাম করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দীর্ঘ ১০ বছর পর শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে আবারও ট্রফি উঠিয়েছে নাইটবাহিনী। বছরটি কেকেআর সমর্থকদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ এবছর প্রথম থেকেই যেরকম ডোমিনেন্ট করেছে কেকেআর, তা সত্যিই অতুলনীয়।
তবে ট্রফি জয়ের খুশির মাঝে কোথাও একটা দুঃখ লুকিয়ে রয়েছে কেকেআরের ভক্তদের মুখে। কারণ, আগামী বছর আইপিএলের আগে রয়েছে মেগা নিলাম (IPL 2024 Mega Auction)। যার কারণেই এই চ্যাম্পিয়ন দলের অনেক তারকাকেই না চাইলেও হারাতে হবে কেকেআরকে। যা আগামী মরশুমের কেকেআর ভক্তদের পক্ষে দেখা মুশকিল। এখম দেখার, আইপিএল ২০২৫ এর মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি গুলিকে কতজন ক্রিকেটারকে রিটেন করার এবং রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে ধরে রাখার সম্মতি দেয় বিসিসিআই।
আইপিএল ২০২৪ এর শুরু থেকেই শোনা যাচ্ছিলো, আগামী মরশুমের মেগা নিলামের কথা ভেবে বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি ৮ জনকে রিটেন করার জন্য বিসিসিআইকে আবেদন করেছে। যদিও এই জল কোথায় গিয়ে দাঁড়াবে, তা প্রত্যেকেরই অজানা। এর কারণ, এখনো এই সংক্রান্ত বিষয়ে কোনো বৈঠক করেনি বিসিসিআই। সম্ভবত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই তা নিয়ে আলোচনায় বসবে বিসিসিআই। যাই হোক, এর মাঝেই কেকেআর দলের সিইও ভেঙ্কি মাইশোর (Venky Mysore) রিটেন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিয়েছেন।
হার্ষা ভোগলের (Harsha Bhogle) ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে আগামী আইপিএলের মেগা নিলামের রিটেন সম্পর্কে নিজের মতামত দিয়েছেন ভেঙ্কি মাইশোর। তিনি চান আগামী আইপিএল মেগা নিলামের জন্য ৮ টি করে রাইট টু ম্যাচ কার্ড রাখা হোক এবং সেখানে একটিও রিটেন করার বিকল্প না থাকে। যা খেলোয়াড়দের জন্য একটি জয়-জয়কার পরিস্থিতি হবে এবং তার বর্তমান বাজারে তাদের প্রাপ্য মূল্য পাবেন। এছাড়া দলগুলিও তাদের খেলোয়াড়দের বেছে নিতে পারবে। উল্লেখ্য, যাতে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) মতো বাকি খেলোয়াড়রা তাদের প্রাপ্য মূল্যটুকু পান, সেই কথা ভেবেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভেঙ্কি মাইশোর।