কিভাবে ২০১২-তে সুনীলকে দলে নেওয়ার জন্য মরিয়া ছিলেন গম্ভীর, দিল্লি জয়ের পরে জানালেন বিজয় দাহিয়া

এই বছর আইপিএলে (IPL 2024) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দুরন্ত পারফরম্যান্স করে একের পর এক ম্যাচে জয়...
techgup 4 April 2024 8:09 PM IST

এই বছর আইপিএলে (IPL 2024) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দুরন্ত পারফরম্যান্স করে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে চলেছে। এই সফলতার পিছনে অনেকেই নতুন মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অবদানকে তুলে ধরছেন। গম্ভীর এর আগে কলকাতাকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। এবার নাইট বাহিনীর প্রাক্তন সহযোগী কর্মকর্তা বিজয় দাহিয়া (Vijay Dahiya) গম্ভীরের সঙ্গে গত ম্যাচের তারকা সুনীল নারিনের (Sunil Narine) সম্পর্কের বিষয়ে অজানা তথ্য সামনে আনলেন।

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে অবিশ্বাস্যভাবে কলকাতা নাইট রাইডার্স ২৭২ রান সংগ্রহ করে নেয়। এই রান সংগ্রহ করার পিছনে সুনীল নারিন অন্যতম কারিগর ছিলেন। তিনি ওপেনিং করতে নেমে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন এবং একাই মাত্র ৩৯ বলে ৭ টি চার এবং ৭ টি ছয়ের মাধ্যমে মোট ৮৫ রান করেন। এর আগের ম্যাচেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নারিন ব্যাট হাতে সফলতা পেয়েছেন। তিনি সেই ম্যাচে ২২ বলে ৪৭ রান করেছিলেন।

তবে দলে ওপেনার হিসাবে ফিরে এসে নারিনের এই সফলতার পিছনে নাইট রাইডার্সের নতুন মেন্টর গৌতম গম্ভীরের অবদান নিয়ে এখন ক্রিকেট বিশেষজ্ঞরা আলোচনা করছেন। এবার এই গম্ভীরের ইচ্ছায় কীভাবে নারিন টাইট বাহিনীতে যোগ দিয়েছিলেন সেই বিষয়ে বিজয় দাহিয়া এক সাক্ষাৎকারে প্রকাশ করলেন। তিনি বলেন, "নারিন এবং গৌতম গম্ভীরের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। এছাড়াও তারা নিজেদের অন্ধের মতো বিশ্বাস করে। অনেকেই জানেন না ২০১২ সালে সেই সময় মিনি নিলামের আগে আমি তখন কোচ ছিলাম গম্ভীর আমাকে অস্ট্রেলিয়া সফর থেকে ফোন করে বলেছিল যা কিছু হয়ে যাক আমার শুধু সুনীলকে চাই।"

https://twitter.com/KnightsVibe/status/1775799741399662766

তিনি আরও বলেন, "তারপর আমারা তত্কালীন দলের অন্যতম পরিচালক জয় ভট্টাচার্যের সাথে কথা বলি। গম্ভীর শুধু একটা কথাতেই স্থিয ছিল যে আমার সুনীলকে চাই। আসলে তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের একটি ৫ ম্যাচের সিরিজে গৌতম তাকে দেখেছিল। ওই নিলামে দিল্লি নারিনকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে ছিল।অনেক লড়াই করে তাকে দলে নেওয়া হয় এবং তারপর সমস্ত কিছু বদলে যায়।" উল্লেখ্য নারিন এখনও পর্যন্ত আইপিএলে ১৬৫ ম্যাচে মোট ১১৮০ রান করেছেন।

Show Full Article
Next Story