Virat Kohli Retired: বিশ্বকাপ জিততেই ভক্তদের মন ভাঙলেন বিরাট, ঘোষণা করলেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৯ নভেম্বর কালো দিন হলেও এবার স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে ২৯ জুন, আজকের দিনটি। হারের মুখ থেকে...
ANKITA 30 Jun 2024 12:07 AM IST

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৯ নভেম্বর কালো দিন হলেও এবার স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে ২৯ জুন, আজকের দিনটি। হারের মুখ থেকে বাঘের মত লড়ে রুদ্ধশ্বাস ম্যাচে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর আজ ১১ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষ হল ভারতের। প্রতিটি প্লেয়ারের আবেগ ছিল চোখে পড়ার মত।

কিন্তু এই‌ জয়ের সাথে ভারতীয় ভক্তদের জন্য ভেসে এল মন ভাঙা খবর। আজকের ম্যাচে ৭৬ রানের দৌলতে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষিত হন বিরাট। কিন্তু পুরষ্কার হাতে নেওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন দুনিয়ার সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

বিরাট বলেন- "এটা আমার শেষ বিশ্বকাপ। এইভাবেই আমি আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম। ভারতের হয়ে শেষ টি-২০ ম্যাচ খেলে ফেললাম। সবসময় মনে মনে চেয়েছিলাম ট্রফি জিততে। আমরা না জিতলেও অবসর ঘোষণা করতাম। এবার সময় নতুন ছেলেদের নিজের জায়গা তৈরি করা।"

তিনি আরো বলেন - " আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছে, ট্রফি জেতার জন্য। রোহিতকে দেখুন নবম বিশ্বকাপ খেললো ও, আমার এটা ৬ নম্বর। আজ নিজের আবেগ লোকানো অনেক কঠিন। ভগবানকে অনেক ধন্যবাদ।"

Show Full Article
Next Story