Duleep Trophy: ক্রিকেট প্রেমীদের জন্য বড় খবর, বহু বছর পর ঘরোয়া ক্রিকেটে খেলবেন বিরাট-রোহিত

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের মধ্যে দিয়ে যেতে হবে। আসন্ন ৪ মাসের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ সহ মোট ১০ টি টেস্ট ম্যাচ রয়েছে।

techgup 12 Aug 2024 12:52 PM IST

সম্প্রতি শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে ভারতীয় ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্যান্স বর্তমানে নির্বাচকদের যথেষ্ট চিন্তার মধ্যে রেখেছে। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে আসন্ন ঘরোয়া ক্রিকেটের মধ্যে দিয়ে ক্রিকেটারদের প্রস্তুত করার বিষয়ে কর্মকর্তারা মনোযোগ দিচ্ছেন। তাই আগামী মাস থেকে শুরু হতে যাওয়া অন্যতম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট দলীপ ট্রফি নিয়ে এবার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে (২০২৩-২৫) ইতিমধ্যেই ভারতীয় দল ৯ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে আছে। ফলে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনালে আবারও ব্লু ব্রিগেডরা জায়গা করে নিতে পারে বলে মনে করা হচ্ছে। তার আগে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের মধ্যে দিয়ে যেতে হবে। আসন্ন ৪ মাসের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ সহ মোট ১০ টি টেস্ট ম্যাচ রয়েছে।

তার আগেই এবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহ সমস্ত তারকা ক্রিকেটারদেরকে দলীপ ট্রফির জন্য বিসিসিআই নির্বাচক কমিটি বাছাই করতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কর্মকর্তারা এই ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে দিয়ে ক্রিকেটারদের সম্পূর্ণভাবে প্রস্তুত করতে চাইছে। শুভমান গিল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবকেও অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। বিশেষ করে ঈশান কিষাণও দলীপ ট্রফিতে অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। তাকে আবার জাতীয় দলে ফিরে আসার জন্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করতে হবে বলে কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

তবে জসপ্রীত বুমরাহকে অতিরিক্ত বিশ্রাম দেওয়ার কারণে তিনি দলীপ ট্রফি সহ আসন্ন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও সম্ভবত অংশগ্রহণ করবেন না। তার বদলে বাংলাদেশের বিপক্ষে মহম্মদ শামি জাতীয় দলে ফিরে এসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন। অন্যদিকে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দলীপ ট্রফির প্রথম রাউন্ড বিসিসিআই বেঙ্গালুরুরতে আয়োজন করায় প্রস্তুতি নিচ্ছে। কারণ বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি চেন্নাইতে অনুষ্ঠিত হবে।এর সঙ্গেই এই টুর্নামেন্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক মন্ডলী ভারতীয় 'এ', 'বি', 'সি' এবং 'ডি' দল বেছে নিতে চাইছে।

Show Full Article
Next Story