T20 World Cup 2024: বিশ্বকাপের জন্য পছন্দের ১৫ জনের স্কোয়াড বাছলেন সেহবাগ, স্থান দিলেন না হার্দিককে
এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ফলে এখন থেকেই যোগ্যতা অর্জনকারী দলগুলি...এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ফলে এখন থেকেই যোগ্যতা অর্জনকারী দলগুলি শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই বিসিসিআইও। চলমান আইপিএলে একাধিক ক্রিকেটারদের ওপর তারা বিশেষ নজর রাখছেন। এবার এর মধ্যেই এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য একাদশ নিয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ (Virendra Sehwag) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২ জুন থেকে মার্কন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টে মোট ২০ টি দল অংশগ্রহন করবে। উল্লেখযোগ্যভাবে পাপুয়া নিউগিনি, উগান্ডা, নেপালের মতো পিছিয়ে থাকা দেশগুলি ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলির সঙ্গে আসন্ন এই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ফলে এই টুর্নামেন্টকে সামনে রেখে বিসিসিআই একটি শক্তিশালী একাদশ বাছাই করতে চাইছে।
এবার এই বিষয়ে প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ ক্রিকেটারদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য একাদশের ওপর আলোকপাত করলেন। তিনি প্রথমেই ওপেনার হিসাবে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) বেছে নিয়েছেন। এরপর এই একাদশের উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সেহবাগ ঋষভ পান্থকে জায়গা দিয়েছেন।
এই তারকা ব্যাটসম্যান দীর্ঘদিন পর চোট সারিয়ে এই বছর আইপিএলে মাঠে ফিরেছেন। সেহবাগ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় একাদশে ফিনিশার হিসাবে রিঙ্কু সিং (Rinku Singh) অথবা শিবম দুবেকে (Shivam Dube) দেখতে চান। উল্লেখযোগ্যভাবে তিনি হার্দিক পান্ডিয়াকে এই একাদশে জায়গা দেননি। এর সঙ্গেই পেসার সন্দীপ শর্মা (Sandeep Sharma) সেহবাগের বাচাই করা এই তালিকায় বিশেষভাবে জায়গা করে নিয়েছেন।
বীরেন্দ্র সেহবাগের বাছাই করা টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ভারতীয় একাদশ:-
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, রিঙ্কু সিং অথবা শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, সন্দীপ শর্মা