রোহিত-হার্দিকদের ছেড়ে দিয়ে MI-কে পরের সিজনে শুধু এই প্লেয়ারকে রিটেন করার পরামর্শ সেহবাগের

মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ১৭তম আসর কেটেছে খুবই বাজে। এই মরশুমে...
techgup 12 May 2024 5:49 PM IST

মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ১৭তম আসর কেটেছে খুবই বাজে। এই মরশুমে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) থাকলেও প্লে অফেও পৌঁছতে পারেনি দল। এমন পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়ার বাজে অধিনায়কত্বের কারণেই দলের এই অবস্থা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই আইপিএল ২০২৫-এর মেগা নিলামের জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে আকর্ষণীয় পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)। সেহবাগ বলেছেন, "আগামী মরশুমের জন্য কেবল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং সূর্যকুমার যাদবকেই (Suryakumar Yadav) ধরে রাখা উচিত। হার্দিক এবং রোহিত শর্মার (Rohit Sharma) মতো খেলোয়াড়দের থেকে নিজেদের দূরে সরিয়ে রাখাই ফ্র্যাঞ্চাইজিটির পক্ষে ভাল হবে।"

সেহবাগ আরো বলেন, ''দলে বড় নাম থাকাটাই সবকিছু নয়, খেলোয়াড়দের ভালো পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ। এই মরসুমে রোহিত শর্মা মাত্র একটি সেঞ্চুরি করেছিলেন, তাও আবার একটি হেরে যাওয়া ম্যাচে। এদিকে গোটা মরশুমে পাওয়ার প্লে-র পরে রান করতে পারেননি ঈশান কিষাণ। জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদব ছাড়াও বাকি ক্রিকেটারদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। "

এরকমই মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিও। তিনি মনে করেন, রোহিত শর্মা নিজেও চান না আগামী মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে। সম্প্রতি, রোহিত শর্মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, যা দেখায় যে রোহিত আর মুম্বাই ইন্ডিয়ান্সে থাকতে চান না।

এই ভিডিওতে রোহিত শর্মাকে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের সাথে কথোপকথন করতে শোনা যায়। ভিডিওতে রোহিতকে বলতে শোনা যায়, 'পরিস্থিতি বদলাচ্ছে এবং এটাই আমার শেষ।' যদিও তাদের কথোপকথনের পুরো প্রসঙ্গটি পরিষ্কার ছিল না, ভক্তরা বিশ্বাস করেন যে দুজন মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান পরিস্থিতি, বিশেষত হার্দিক পান্ডিয়ার অধিনায়ক হিসাবে পদোন্নতি নিয়ে কথা বলছিলেন।

Show Full Article
Next Story