৭ মাস না‌ পেরোতেই ভোল‌ বদলালেন হাসারাঙ্গা, ফিরিয়ে নিলেন টেস্ট অবসর, IPL-এ যোগ দেবেন‌ দেরিতে

গতবছর আগস্ট মাসে সকলকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অভিজ্ঞ শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দ্যু হাসারাঙ্গা...
techgup 18 March 2024 11:43 PM IST

গতবছর আগস্ট মাসে সকলকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অভিজ্ঞ শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দ্যু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। তবে নিজের নেওয়া সেই সিদ্ধান্তের একবছর পেরোতে না পেরোতেই মত বদলেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার। সাত মাস পরেই সেই অবসর ভেঙ্গে আবার টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে হাসারাঙ্গাকে।

সোমবার আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের (Bangladesh vs Sri Lanka Test Series) জন্য ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আর ওই ১৭ জনের স্কোয়াডেই হাসারাঙ্গাকে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা। তাদের প্রকাশিত স্কোয়াড দেখে চমকে গেছেন সকল ক্রিকেটভক্তরা৷ হঠাৎ করেই টেস্ট ক্রিকেটে হাসারাঙ্গার ফিরে আসার খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটভক্তরা।

যদিও ২৬ বছর বয়সী এই তারকা লাল বলের সাথে খুব একটা পরিচিত নন। তিনি সাদা বলের ক্রিকেটে জগতজোড়া নাম করলেও, টেস্ট ক্রিকেটে অবসর নেওয়ার আগে পর্যন্ত ৪ টি ম্যাচ খেলেছিলেন তিনি। দেশের জার্সি গায়ে ৪ টি টেস্ট ম্যাচে মাত্র ৪ টি উইকেট নিজের নাম করেছিলেন হাসারাঙ্গা। কিন্তু ব্যাট হাতে ১৯৬ রান রয়েছে তার, সর্বাধিক স্কোর ৫৯।

উল্লেখ্য, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হতে চলেছে শুক্রবার থেকে। যা শেষ হবে ৩ এপ্রিল। সুতরাং, আইপিএল শুরুর প্রথম থেকে দলের সাথে থাকতে পারবেন না তিনি। টেস্ট সিরিজ শেষ হলেই সানরাইজার্স হায়দ্রাবাদ ক্যাম্পে যোগদান করবেন তিনি। অন্যদিকে গত মরশুমে ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে আরসিবির হয়ে খেললেও, এই মরশুমে মাত্র ১.৫ কোটি টাকা বেস প্রাইসে হায়দ্রাবাদের সাথে রয়েছেন তিনি।

Show Full Article
Next Story