বিশ্বকাপেও আইপিএলের মত ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের, অনুশীলন ম্যাচে ২৫০ রান করে অজিদের দুমড়ে দিল ক্যারিবিয়ানরা

আর একদিন পর থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে চলেছে। ফলে এখন এই ক্রিকেট উৎসবে মেতে ওঠার জন্য...
techgup 31 May 2024 12:10 PM IST

আর একদিন পর থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে চলেছে। ফলে এখন এই ক্রিকেট উৎসবে মেতে ওঠার জন্য সমর্থকরা নিজেদের প্রস্তুতি করে নিচ্ছেন। প্রস্তুতি ম্যাচগুলিতেও শেষ মুহূর্তে দলগুলি নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আজ গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার (West Indies vs Australia match) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে ঘরের মাটিতে এবার ক্যারিবিয়ানরা অজিদের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্স করে বিশ্বকাপের আগে শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে নিজেদের প্রকাশ করল।

গতকাল প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ এবং জনসন চার্লস (Johnson Charles) ওপেনিং করতে আসেন‌। শাই হোপ ১৪ রানে আউট হয়ে গেলেও জনসন নিকোলাস পুরানের (Nicholas Pooran) সঙ্গে জুটি বেঁধে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। তিনি ৩১ বলে ৪০ করলেও পুরানের ব্যাট থেকে মাত্র ২৫ বলে ৫ টি চার এবং ৮ টি ছয়ের মাধ্যমে মোট ৭৫ রান আসে।

এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েল (Rovman Powell) এবং শেরফেন রাদারফোর্ডের (Sherfane Rutherford) ঝোড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বোলিং অর্ডার রীতিমতো চাপের মুখে পড়ে যায়। অধিনায়ক পাওয়েল মাত্র ২৫ বলে ৪ টি চার এবং ৪ টি ছয়ের মাধ্যমে মোট ৫২ রান করেন। অন্যদিকে রাদারফোর্ডের ব্যাট থেকে মাত্র ১৮ বলে ৪ টি চার এবং ৪ টি ছয়ের সাহায্যে মোট অপরাজিত ৪৭ রান আসে। এরপর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে নেয়। এই বিশাল রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়।

দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যাশটন আগার সহ অধিনায়ক মিচেল মার্শ ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। এরপর জশ ইংলিশ (Josh Inglis) এবং নাথান এলিস (Nathan Ellis) দলের হয়ে হাল ধরার চেষ্টা করেন। জশ ইংলিশের ব্যাট থেকে ৩০ বলে ৫৫ এবং নাথান এলিসের ব্যাট থেকে ২২ বলে ৩৯ রান আসে। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে অজিরা ৭ উইকেট হারিয়ে ২২২‌ রান পর্যন্ত পৌঁছায়। ফলে ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে ৩৫ রানে হারিয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেল।

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ স্কোরবোর্ড (Australia vs West Indies match scoreboard):

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৭/৪ (২০.০ ওভার)

নিকোলাস পুরান- ৭৫ (২৫)

অস্ট্রেলিয়া: ২২২/৭ (২০.০ ওভার)

জশ ইংলিশ- ৫৫ (৩০)

Show Full Article
Next Story