Indian Football: ভারতের কোচ হওয়ার জন্য ভীড় জমাচ্ছেন বিশ্বকাপ কোচরা, জাপান থেকে মেক্সিকো, এই বড় নামরা করেছেন আবেদন

ভারতীয় ফুটবল দলকে আগামী বছরগুলিতে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে। ফলে নতুন প্রধান কোচের নির্বাচনের ক্ষেত্রে তাদের বিশেষ ভাবনাচিন্তা করতে হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়োগ করা হবে। ইতিমধ্যেই পাওয়া আবেদনগুলির মধ্যে এবার একাধিক তারকা কোচের নাম সামনে উঠে এল।

ভারতীয় ফুটবল দলকে ইগর স্টিমাচ নতুন করে স্বপ্ন দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার ভাবনাচিন্তা মাঠে সফলভাবে প্রতিফলিত হয়নি। ভারতের অন্যতম তারকা ফুটবলার সুনীল ছেত্রী অবসর নিয়ে নেওয়ার পর স্টিমাচকে এআইএফএফ কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়‌। কারণ সাম্প্রতিক সময় ব্লু ব্রিগেডরা ধারাবাহিকভাবে জয় তুলে নিতে ব্যর্থ হওয়ার পর ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডেও পৌঁছাতে সক্ষম হয়নি। এরপরই এআইএফএফ নতুন কোচের জন্য আবেদন নেওয়া শুরু করে। উল্লেখযোগ্যভাবে ৩ জুলাই সময়সীমা শেষ হওয়ার আগে ফেডারেশন মোট ২৯১ টি আবেদন পেয়েছে।

এই আবেদনকারীদের মধ্যে ১০০ জনের কাছে ইউইএফা প্রো লাইসেন্স ডিপ্লোমা, ২০ জনের কাছে এএফসি প্রো লাইসেন্স ডিপ্লোমা এবং ৩ জনের কাছে কনমেবল লাইসেন্স রয়েছে। তবে এদের মধ্যে এমন কয়েকজন কোচ রয়েছেন যারা ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলেরও দায়িত্ব সামলেছেন। টাইমস অফ ইন্ডিয়ার সূত্রের মতে এই তালিকায় রয়েছেন ফরাসী কোচ ফিলিপ ট্রাউসিয়ার। তিনি ২০০০ সালে জাপানকে এএফসি এশিয়ান কাপ শিরোপা জয় করতে সাহায্য করেছিলেন এবং ২০০২ সালের বিশ্বকাপে ফিলিপ ট্রাউসিয়ারের তত্ত্বাবধানে জাপান ঐতিহাসিক নকআউট পর্বে জায়গা করে নেয়।আবেদনকারীর মধ্যে প্রাক্তন মেক্সিকো ম্যানেজার মিগুয়েল হেরেরাও রয়েছেন। তিনিও ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য হেরেরা ২০১৪ সালের ফিফা বিশ্বকাপে মেক্সিকোর কোচের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও উইনফ্রিড শ্যাফারের নামও সামনে এসেছে যিনি ২০০২ বিশ্বকাপে ক্যামেরুনের দায়িত্ব সামলেছিলেন এবং সেই বছর দলকে আফ্রিকান কাপ অফ নেশনস জেতানোর পিছনে নিজের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে এই তারকা কোচেদের বিপুল বেতন আপাতত এআইএফএফের ভাবনাচিন্তার বাইরে। ফলে শেষ পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান এখন সেটাই দেখার। জুলাই মাসের শেষের দিকেই ভারতীয় ফুটবল দলের প্রধান কোচের নাম সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

Julai Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

36 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago