গম্ভীর রাজনীতি ছাড়তেই লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন যুবরাজ? জল্পনা উড়িয়ে উত্তর দিলেন নিজেই

ভারতের প্রেক্ষাপটে ক্রিকেটারদের রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়ানোর বিষয় নতুন কোনো ঘটনা নয়। সামনে ২০২৪ লোকসভা নির্বাচন...
techgup 2 March 2024 12:46 PM IST

ভারতের প্রেক্ষাপটে ক্রিকেটারদের রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়ানোর বিষয় নতুন কোনো ঘটনা নয়। সামনে ২০২৪ লোকসভা নির্বাচন থাকায় আবারও এই বিষয়ে একাধিক ক্রিকেটার আলোচনায় উঠে এসেছেন। সম্প্রতি যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ভোটে দাঁড়ানোর খবর সামনে এসেছিল। এবার তিনি এই বিষয়ে সকলের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন।

ভারতের অন্যতম তারকা অলরাউন্ডার যুবরাজ সিং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জয়ী এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপ (ODI World Cup) জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। জীবনের অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে তিনি কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের বছর পর বছর ধরে উদ্বুদ্ধ করে আসছেন। অনেকেই যুবরাজকে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে রাখেন। তিনি দীর্ঘ ক্রিকেট জীবনে অতিবাহিত করার পর ২০১৯ সালের ১০ জুন সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন।

বর্তমানে ভারতীয় এই তারকা অলরাউন্ডার বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। এইসবের মধ্যেই এবার ২০২৪ লোকসভা নির্বাচনের আগে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে যুবরাজ সিংয়ের ভোটে দাঁড়ানোর খবর সামনে আসতেই ক্রিকেট মহলে রীতিমতো হইচই পড়ে যায়। এবার তিনি এই বিষয়ে সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়ে নিজের এক্স একাউন্টে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। যুবরাজ সিং লেখেন, "সংবাদমাধ্যমের খবরের বিপক্ষে দাঁড়িয়ে বলতে চাই আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে লড়ছি না।"

https://twitter.com/YUVSTRONG12/status/1763608848009420962

তিনি আরও লেখেন, "আমি বিভিন্ন ধরনের মানুষদের পাশে দাঁড়াতে এবং তাদের সাহায্য করতে ভালোবাসি। আমার প্রতিষ্ঠান 'ইউউইক্যান' (YouWeCan)-এর মাধ্যমে আমি এই কাজগুলি করতে চাই। চলুন আমাদের ক্ষমতা অনুযায়ী এই গুরুত্বপূর্ণ কাজগুলি চালিয়ে যাই।" উল্লেখ্য গুরুদাসপুরের বর্তমান সাংসদ হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক সানি দেওল (Sunny Deol)। তবে তিনি ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এই অঞ্চল থেকে আর দাঁড়াবেন না বলে জানিয়েছেন। উল্লেখ্য আজই আইপিএলে কেকেআরের হয়ে দায়িত্ব সামলানোর জন্য রাজনীতি ছেড়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

Show Full Article
Next Story