Team India Bowling Coach: বিনয় কুমার নয়, গম্ভীরের সহকর্মী হিসেবে এই দুই কিংবদন্তি বোলারের উপর নজর BCCI-এর
ভারতীয় ক্রিকেট দল এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর একটা নতুন যুগের সূচনা করেছে। এর সঙ্গেই গতকাল বিসিসিআই নতুন...ভারতীয় ক্রিকেট দল এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর একটা নতুন যুগের সূচনা করেছে। এর সঙ্গেই গতকাল বিসিসিআই নতুন প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরকে দলে এনে ব্লু ব্রিগেডদের আরও শক্তিশালী করলো। ভারতের এই প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা দলে এসেই এখন নতুন একধিক সহকারী কোচেদের নিয়োগ নিয়ে ভাবনাচিন্তা করছেন। বোলিং কোচ হিসাবে বিনয় কুমার নয় এবার এর মধ্যেই উঠে এল প্রাক্তন এই দুই তারকা ক্রিকেটারের নাম।
এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়ের জাতীয় দলের প্রধান কোচের সময়সীমা শেষ হয়েছে। গত মাসে দ্রাবিড়ের পাশাপাশি ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপের মেয়াদও শেষ হয়ে যায়। ফলে গৌতম গম্ভীর নতুন প্রধান কোচ হিসাবে আসার পরেই তিনি ভারতীয় দলে মুম্বাইয়ের প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ারকে ব্যাটিং কোচ হিসাবে এবং কর্ণাটকের অন্যতম পেসার বিনয় কুমারকে বোলিং কোচ হিসাবে আনতে চান বলে খবর সামনে এসেছিল।
তবে বর্তমানে এএনআইয়ের সূত্র অনুযায়ী বিসিসিআই বোলিং কোচ হিসাবে বিনয়ের নিয়োগে আগ্রহী নয়। কর্মকর্তারা নতুন বোলিং কোচ হওয়ার জন্য প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান এবং লক্ষ্মীপতি বালাজির সাথে আলোচনা করছেন। বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানায়, "বোলিং কোচের পদের জন্য জাহির খান এবং লক্ষ্মীপতি বালাজির নাম নিয়ে আলোচনা করছে বিসিসিআই। কর্মকর্তারা বিনয় কুমারের নাম নিয়ে আগ্রহী নয়।" উল্লেখ্য জাহির খান ভারতের অন্যতম সফল একজন পেসার।
তিনি ৯২ টা টেস্ট ম্যাচে ৩১১ টি উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ২০০ টি একদিনের ম্যাচে মোট ২৮২ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও ২০১১ সালে ভারতীয় দলের একদিনের বিশ্বকাপ জয়ের পিছনে জাহির খানের বিশেষ অবদান ছিল। অন্যদিকে বালাজি ভারতের হয়ে ৮ টি টেস্ট, ৩০টি একদিনের ম্যাচের সঙ্গে সঙ্গে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সে হয়েও অংশগ্রহণ করে বারবার নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। এমনকি লক্ষ্মীপতি বালাজি পরবর্তী সময় চেন্নাই সুপার কিংসের হয়ে বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।