বড় ম্যাচে ব্যাট চলল বড় প্লেয়ারের, আইপিএলের আগে খুশির আমেজ CSK শিবিরে

ভারতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) জন্য রঞ্জি ট্রফির এই মরশুমটা দুঃস্বপ্নের মতো‌ ছিল। টুর্নামেন্টে ব্যাট হাতে রান পাননি মুম্বাই অধিনায়ক…

ভারতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) জন্য রঞ্জি ট্রফির এই মরশুমটা দুঃস্বপ্নের মতো‌ ছিল। টুর্নামেন্টে ব্যাট হাতে রান পাননি মুম্বাই অধিনায়ক রাহানে। ফাইনালের (Ranji Trophy 2024 Final) আগে ৭ ম্যাচের ১১ ইনিংসে রাহানের ব্যাট থেকে এসেছিল মাত্র ১৩৪ রান। তার গড় ছিল ১৩.৪। এমনকি ফাইনালের প্রথম ইনিংসেও মাত্র ৭ রানে আউট হন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে অজিঙ্ক রাহানে যে ফর্মের জন্য পরিচিত তা দেখালেন।

ব্যাটিংয়ের জন্য কঠিন পরিস্থিতিতে মুম্বাইয়ের শুরুটা হয়েছিল বাজে। দুই ওপেনার পৃথ্বী শ্ব (Prithvi Shaw) ১১ ও ভূপেন লালওয়ানি ১৮ রান করেন। ৩৪ রানে মুম্বাইয়ের স্কোর যখন ২ উইকেট, তখন ক্রিজে নামেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। স্পিনের পাশাপাশি উইকেটেও ছিল পেসারদের জন্য ছিল সহায়তা। এখানে রাহানে দেখিয়ে দিলেন কেন তিনি বড় মাপের খেলোয়াড়। দলকে বিপদমুক্ত করে হাফ সেঞ্চুরি করেন রাহানে।

উমেশ যাদবের (Umesh Yadav) বলে কভার ড্রাইভ দিয়ে চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করেন অজিঙ্ক রাহানে। ৪টি চার ও একটি ছক্কার সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মরশুমে এটি রাহানের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এর আগে ছত্তিশগড়ের বিরুদ্ধে ম্যাচে ফিফটি করেছিলেন তিনি। চলতি মরশুমে মুম্বইয়ের হয়ে ৯ নম্বর, ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানের ব্যাটসম্যানরা সেঞ্চুরি করেছেন। সেই কারণেই রাহানের দলে থাকা নিয়েও প্রশ্ন উঠছিল।

আইপিএল শুরু হবে ২২ মার্চ। সেখানে চেন্নাই সুপার কিংসের সদস্য অজিঙ্ক রাহানে। গত মরশুমে তার ব্যাট দারুণ ফর্মে ছিল। প্রথম মনে হচ্ছিল তার ফর্ম চেন্নাইয়ের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। কিন্তু এখন রাহানে অন্য দলগুলোর জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। দিনশেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ১৪১। বিদর্ভের চেয়ে ২৬০ রানের লিড রয়েছে দলটির। রাহানে ৫৯ ও মুশির খান ৫১ রানে অপরাজিত আছেন।