IPL 2024 KKR: ছিটকে গেলেন মুজিব, পরিবর্তে ১৬ বছরের এই মিস্ট্রি স্পিনারকে দলে নিল গম্ভীররা

আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হওয়া থেকে মাত্র ৮ টি ম্যাচ সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে কমবেশি প্রত্যেকটি দলকেই দেখা গেছে কোনো ক্রিকেটারের পরিবর্তে অন্য কোনটা ক্রিকেটারকে…

আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হওয়া থেকে মাত্র ৮ টি ম্যাচ সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে কমবেশি প্রত্যেকটি দলকেই দেখা গেছে কোনো ক্রিকেটারের পরিবর্তে অন্য কোনটা ক্রিকেটারকে দলে সামিল করতে৷ যেন প্রত্যেকবারের মতো এবারেও এই বিষয়টি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই আইপিএল শুরুর আগে অনেক তারকাকেই পরিবর্ত হিসাবে সামিল করেছে সেই সকল ফ্র‍্যাঞ্চাইজি।

কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) আইপিএল শুরুর আগে গাস আটকিনসনের পরিবর্তে দুষ্মন্থ চামিরাকে দলে সামিল করেছিল। এছাড়াও জেসন রয়ের পরিবর্তে কেকেআরে যোগ দিয়েছিলেন ফিল সল্ট। বর্তমানে এই মরশুমে একটি ম্যাচ খেলেই আরও একটি পরিবর্ত ক্রিকেটারকে দলে সামিল করতে দেখা গেল কেকেআরকে। আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এই মরশুমের দ্বিতীয় ম্যাচ খেলবে নাইটবাহিনী, তার আগেই নতুন সিদ্ধান্ত গৌতম গম্ভীরদের।

আইপিএল শুরুর বেশ কয়েকদিন কেটে গেলেও, কেকেআর ক্যাম্পে যোগ দিতে পারেননি আফগান স্পিনার মুজিব উর রহমান (Mujeeb ur Rahaman)। তার দলে যোগ না দেওয়া নিয়ে খুব চিন্তিত ছিল নাইট শিবির। তবে শোনা যাচ্ছিলো, তিনি নাকি চোটের মধ্যে রয়েছেন। বর্তমানে আর সাত পাঁচ না ভেবে মুজিব উর রহমানের জায়গায় মাত্র ১৬ বছর বয়সী তরুণ আফগান মিস্ট্রি স্পিনার আল্লাহ গজানফরকে (Allah Ghazanfar) দলে নিল কেকেআর।

এই তরুণ আফগান ক্রিকেটার হলেন এবারের আইপিএলের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার। মাত্র ১৬ বছর বয়সী এই ডান-হাতি মিস্ট্রি স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটেও খেলেছেন। আফগানিস্তানের জার্সিতে ২ টি ওডিআই ম্যাচও খেলেছেন তিনি। আইপিএল ২০২৪ নিলামে গজানফর অবিক্রিত থেকে গেলেও, এবার মুজিবের পরিবর্তে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে দলে সামিল করেছে কেকেআর।