Aman Sehrawat: কুস্তিতে ভারতের সোনা জেতার স্বপ্ন হল শেষ, সেমিফাইনালে হারলেন আমান, তবে এখনো আসতে পারে ব্রোঞ্জ

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে হেরে সোনার দৌড় থেকে ছিটকে গেলেন ভারতের তরুণ কুস্তিগীর আমন সেহরাওয়াত। পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে শীর্ষ বাছাই জাপানের রেই হিগুচির…

Aman Sehrawat Wrestler Lost In Semifinal Will Fight For Bronze Medal In Paris Olympics 2024

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে হেরে সোনার দৌড় থেকে ছিটকে গেলেন ভারতের তরুণ কুস্তিগীর আমন সেহরাওয়াত। পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে শীর্ষ বাছাই জাপানের রেই হিগুচির মুখোমুখি হন আমান। আমান সেহরাওয়াতকে ১০-০ ব্যবধানে উড়িয়ে দেন রেই হিগুচি। তবে ব্রোঞ্জ পদকের আশা এখনও আছে। শুক্রবার রাত ১০.৪৫ মিনিটে ব্রোঞ্জ পদকের ম্যাচে তিনি পুয়ের্তো রিকোর দারিয়ান টো ক্রুজের মুখোমুখি হবেন।

রবি কুমার দাহিয়া গত অলিম্পিকে একই বিভাগে ভারতের হয়ে রৌপ্য পদক জিতেছিলেন। আমন জাতীয় বাছাই পরীক্ষায় রবিকে পরাজিত করে অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। এর আগে কোয়ার্টার ফাইনালে আলবেনিয়ার জেলিমখান আবাকারোভের বিরুদ্ধে টেকনিক্যাল সুপিরিয়রিটির (১২-০) ভিত্তিতে সেমিফাইনালে ওঠার পর পদকের আশা প্রকাশ করেছিলেন আমান সেহরাওয়াত। প্রথম রাউন্ডে, আবকারভ ‘নিষ্ক্রিয়তা’ (নিষ্ক্রিয়তা) এবং তারপরে ‘টেক ডাউন’ থেকে দুই পয়েন্ট অর্জন করেছিলেন। দ্বিতীয় রাউন্ডেও একই পরিণতি হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আবাকারোভের। এর আগে উত্তর মেসিডোনিয়ার প্রতিপক্ষ ভ্লাদিমির এগরভের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে কোয়ার্টার ফাইনালে ওঠেন আমান।

অন্যদিকে ৫৭ কেজি ফ্রিস্টাইল ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে দু’বারের অলিম্পিক পদকজয়ী ও পঞ্চম বাছাই হেলেন লুসি মারুলিসের কাছে ২-৭ গেমে হেরে যান ভারতীয় মহিলা কুস্তিগীর অংশু মালিক। অংশুর রেপেচেজে খেলতে হলে মারুলিসকে ফাইনালে উঠতে হতো কিন্তু তা হয়নি। সেমিফাইনালে জাপানের সুগুমি সাকুরাইয়ের কাছে ৪-১০ ব্যবধানে হেরে যান মারুলিস। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম রাউন্ডে রিও অলিম্পিকে স্বর্ণজয়ী ও টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর মারুলিস শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন।