IPL-এর প্রথমার্ধের ফ্যান পার্ক ঘোষণা করল BCCI, পশ্চিমবঙ্গের জন্য বেছে নেওয়া হল এই জেলাকে

প্রতি বছর আইপিএলের (IPL 2024) জৌলুস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে‌। জনপ্রিয়তার দিক থেকেও বিশ্বের যেকোনো ক্রীড়া টুর্নামেন্টকে এখন আইপিএল টক্কর দিচ্ছে। এর সঙ্গেই এই টুর্নামেন্টের পরিকাঠামো…

প্রতি বছর আইপিএলের (IPL 2024) জৌলুস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে‌। জনপ্রিয়তার দিক থেকেও বিশ্বের যেকোনো ক্রীড়া টুর্নামেন্টকে এখন আইপিএল টক্কর দিচ্ছে। এর সঙ্গেই এই টুর্নামেন্টের পরিকাঠামো নিয়ে বিসিসিআই এই বছর একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবার ২০২৪ আইপিএলের ফ্যান পার্কের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।

২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার অংশগ্রহণ করে থাকেন। এর সঙ্গেই ভারতের তরুণ ক্রিকেটাররা নিজেদের জায়গা করে নিয়ে প্রতিভা তুলে ধরার ক্ষেত্রে এই মঞ্চকে কাজে লাগায়। তাই প্রতিবছর বিশ্বের প্রতিটি প্রান্তের অসংখ্য ক্রিকেটপ্রেমী এই টুর্নামেন্টকে উপভোগ করার জন্য স্টেডিয়ামে উপস্থিত থেকে নিজের পছন্দের দলকে সমর্থন করে থাকেন। তবে একইভাবে অনেকেই স্টেডিয়ামে গিয়ে আইপিএলের ম্যাচগুলি উপভোগ করতে পারেন না।

ভারতের ক্রিকেট স্টেডিয়ামগুলি বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের রাজধানী শহরে অবস্থিত হয়। ফলে রাজ্যের প্রান্তীয় অঞ্চলের ক্রিকেটপ্রেমীরা অনেক সময় ক্রিকেট মাঠের উন্মাদনা থেকে বঞ্চিত হন। এই বিষয়টিকে মাথায় রেখে বিসিসিআই ২০১৫ সাল থেকে ফ্যান পার্ক ধারণাটি আইপিএলে নিয়ে আসে। এই ফ্যান পার্কের মাধ্যমে ভারতের ছোট ছোট শহরের ক্রিকেটপ্রেমীরাও স্টেডিয়ামের উন্মাদনা পরোক্ষভাবে উপভোগ করতে পারেন। এবার ২০২৪ আইপিএলের প্রথমার্ধের প্রথম ২ সপ্তাহের ফ্যান পার্কের সম্পূর্ণ তালিকা সামনে এল।

এই বছর আইপিএলে ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মাঠে নামবে। একই দিনে তামিলনাড়ুর মাদুরাইতে এই মরসুমের প্রথম ফ্যান পার্ক খোলা হবে। এরপর ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে। এই ম্যাচকে মাথায় রেখে একই দিনে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ফ্যান পার্কের আয়োজন করা হয়েছে। এছাড়াও মোট ১১ টি রাজ্যের ফ্যান পার্কের বিষয় তথ্য সামনে এসেছে। এই ফ্যান পার্কে ম্যাচের সরাসরি সম্প্রচারণের সঙ্গে সঙ্গে, গান, পণ্যদ্রব্য বিক্রয় সহ বিভিন্ন খাবারের দোকান এছাড়াও বিভিন্ন গেমসের ব্যবস্থা থাকবে।

২০২৪ আইপিএলের প্রথমার্ধের ফ্যান পার্কের সম্পূর্ণ তথ্য:-