Paris Olympics 2024: মহিলা শ্রেণীর খেলায় রিংয়ে নামল পুরুষ, অলিম্পিকে বক্সিং ম্যাচ নিয়ে তোলপাড় ত্রীড়াবিশ্ব

Boxing match in Paris Olympics 2024 create Chaos as male boxer takes on italy angela carini

Boxing Match In Paris Olympics 2024 Create Chaos As Male Boxer Takes On Italy Angela Carini

প্যারিসে চলমান অলিম্পিক গেমস ভুল কারণে খবরে রয়েছে। আজ ১ আগস্ট মহিলাদের ৬৬ কেজি ওজন শ্রেণির লড়াই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইতালির অ্যাঞ্জেলা কারিনি ও আলজেরিয়ার ইমান খেলিফ মুখোমুখি হলেও মাত্র ৪৬ সেকেন্ডের লড়াইয়ে ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন অ্যাঞ্জেলা। এ কারণে আলজেরিয়ার বক্সার ইমান খেলিফকে বিজয়ী ঘোষণা করা হয়। পুরো বিতর্কটাই ইমান খলিফের ‘লিঙ্গ পরীক্ষা’ ঘিরে। আসলে ইমান খলিফের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা অস্বাভাবিক। যে কারণে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ‘লিঙ্গ পরীক্ষায়’ ব্যর্থ হওয়ার পর তাকে ‘ডিসকোয়ালিফাইড’ করা হয়, যার পর প্যারিস অলিম্পিকে তার উপস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কারিনি এবং খলিফের মধ্যে কেবল কয়েকটি ঘুষি হয়েছিল, তবে কারিনি ম্যাচটি ছেড়ে চলে যান, যা অলিম্পিক বক্সিংয়ের একটি খুব অস্বাভাবিক ঘটনা। কারিনির মাথার টুপি দু’বার খুলে ফেলা হয়েছিল, যার পরে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর কারিনিও খেলিফের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান এবং যাওয়ার আগে রিংয়ে কেঁদে ফেলেন। খেলাফ একজন অপেশাদার বক্সার যিনি আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক ম্যাচের ঠিক আগে তাকে ‘ডিসকোয়ালিফাইড’ ঘোষণা করা হয়েছিল কারণ পরীক্ষায় তার টেস্টোস্টেরনের মাত্রা বেশি বলে দাবি করা হয়েছিল। এখন ইমান খেলিফ অলিম্পিকে প্রথম ম্যাচ জেতার পর সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, কেন রিংয়ে থাকা মহিলার সামনে ওই ব্যক্তিকে নামানো হল।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকেও (আইওসি) প্রশ্ন তুলেছে আইবিএ। আইবিএ বলেছে, আইওসি নিয়ম লঙ্ঘন করছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ”আমি মনে করি পুরুষের জিনগত বৈশিষ্ট্য রয়েছে এমন অ্যাথলেটদের মহিলাদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়।”

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন