T20 World Cup 2024: নিউজিল্যান্ডের পর এবার বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, বাদ‌ দুই বড় প্লেয়ার,‌ সুযোগ নতুনদের

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) এর প্রস্তুতি। সমস্ত দল একে একে নিজেদের অনুশীলন সেরে নিচ্ছে। অন্যদিকে শুরু হয়ে গেছে…

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) এর প্রস্তুতি। সমস্ত দল একে একে নিজেদের অনুশীলন সেরে নিচ্ছে। অন্যদিকে শুরু হয়ে গেছে একের পর এক দেশগুলির বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা। প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের জন্য দল বের করেছিল নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় দল‌ হিসেবে স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা (Cricket South Africa)।

দক্ষিণ আফ্রিকার দলে দেখা মিলল কিছু বিশেষ চমকের। দলের অধিনায়কত্বের‌ ভার দেওয়া হয়েছে স্থায়ী অধিনায়ক এইডেন মার্করামের (Aiden Markram) উপরেই। তবে‌ উল্লেখ্য ভাবে দল‌ থেকে বাদ পড়েছেন রাসি ভ্যান ডার ডুসেন। অন্যদিকে শেষ কয়েকমাসে ভালো পারফরম্যান্সের পরেও‌ জায়গা হয়নি নান্দ্রে বার্গারের। তবে লুঙ্গি এনগিডি সহ‌ বার্গারকে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে।

পরিবর্তে দলে দুই‌ আনক্যাপড প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে। যারা হলেন পেস বোলার ওটনিয়েল বার্টম্যান এবং টপ অর্ডার ব্যাটসম্যান রায়ান রিকলটন।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বজর্ন ফরচুইন, রিজা হেনড্রিক্স, মার্কো জ্যানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, অ্যানরিচ নর্টজে, কাগিসো রাবাডা, রায়ান রিকলটন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস।

ভ্রমণ রিজার্ভ: নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি