আনক্যাপড প্লেয়ার নিয়ম ফিরে আসার জল্পনা আসতেই পাল্টি খেলো CSK, ধোনির জন্য করা হয়নি অনুরোধ বললেন CEO

২০২৫ আইপিএল মেগা নিলামের আগেই এক সূত্র মারফত জানা গেছে, ফিরিয়ে আনা হচ্ছে আইপিএলের এক পুরনো নিয়ম, যার দৌলতে পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটারদের আনক্যাপড প্লেয়ার হিসাবে অনেক কম দামে দলে রিটেন করতে পারবে ফ্র‍্যাঞ্চাইজিগুলি।

Kasi Viswanathan Csk Ceo Confirms That Management Did Not Request The Bcci To Reintroduce The Old Rule For Ipl 2025 Mega Auction

এখন থেকেই আইপিএল ২০২৫ নিয়ে আলোচনায় বসেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আগামীবছরে আইপিএলের আগে মেগা নিলাম থাকায় ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। তবে আসন্ন বছরগুলিতেও মহেন্দ্র সিং ধোনিকে উইকেটের পিছনে দেখার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন ভক্তরা। যদিও ধোনিও ২০২৪ আইপিএল চলাকালীন কোনোরকম অবসর নেওয়ার কথা জানাননি। কিন্তু ইতিমধ্যে আগামী মরশুমে চেন্নাই সুপার কিংস ধোনিকে রিটেন করার একটি সম্ভাবনা তৈরী হয়েছে।

এদিকে ২০২৫ আইপিএল মেগা নিলামের আগেই এক সূত্র মারফত জানা গেছে, ফিরিয়ে আনা হচ্ছে আইপিএলের এক পুরনো নিয়ম, যার দৌলতে পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটারদের আনক্যাপড প্লেয়ার হিসাবে অনেক কম দামে দলে রিটেন করতে পারবে ফ্র‍্যাঞ্চাইজিগুলি। সেই নিয়ম দীর্ঘদিন যাবৎ উঠে গিয়েছিল, কিন্তু জানা যাচ্ছিলো আবারও আইপিএলে প্রত্যাবর্তন হতে চলেছে এই নিয়মের। যার ফলে বিশেষ সুবিধা পাবে চেন্নাই সুপার কিংস বলে মনে করছিল ক্রিকেটমহল।

২০২১ সালে ওই নিয়ম উঠে গেলেও, নিয়মটিকে ফেরানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আবেদন করেছিল চেন্নাই সুপার কিংস, এমনটাই শোনা যাচ্ছিলো। এমনকি এও জানা যাচ্ছিলো বিসিসিআই নাকি চেন্নাই সুপার কিংসের সেই প্রস্তাব মেনে পুরোনো নিয়মটিকে ফেরাতে চাইছে। কিন্তু এই ঘটনা অস্বীকার করেছেন সিএসকে ফ্র‍্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন।

একটি সাংবাদিক আলাপে কাশী বিশ্বনাথন ওই নিয়মটি ফেরানো সম্বন্ধে বলেছেন, “আমি এই নিয়ম ফিরিয়ে আনার ব্যাপারে কিছুই জানি না। আমরা বিসিসিআইকে এই নিয়ে কিছুই বলিনি। ওরা নিজেরাই আমাদের জানিয়েছে যে আনক্যাপড প্লেয়ার নিয়ম আইপিএলে রাখা হতে পারে, ব্যাস এতটুকুই। ওরা তো কোনো কিছু ঘোষণাও করেনি।” কিন্তু তারপরেও একাধিক ক্ষেত্রে গুঞ্জন উঠে আসছে ধোনিকে রিটেন করার জন্য সিএসকে বিসিসিআইয়ের কাছে আবেদন করেছে।