Punjab Kings: পাঞ্জাব কিংসের মালিকদের মধ্যে তুমুল বিবাদ, কোর্ট পৌছলেন প্রীতি জিনতা, কি হয়েছে?

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী প্রীতি জিনতা কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির ২৩ শতাংশ শেয়ারের মালিক।

Punjab Kings Ipl Team Owners Inconvenience Between Them Preity Zinta Reach To Court

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসে সবকিছু ঠিকঠাক নেই। জানা গেছে, দলটিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। মালিকদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। লড়াই আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, পঞ্জাব কিংসের চার মালিকের মধ্যে অন্যতম প্রীতি জিনতা অন্য প্রোমোটারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করেছেন। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী প্রীতি জিনতা কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির ২৩ শতাংশ শেয়ারের মালিক। চণ্ডীগড় হাইকোর্টে দায়ের করা আবেদন অনুসারে, এটি সহ-মালিক মোহিত বর্মণকে দলের তার শেয়ারের একটি অংশ অন্য পক্ষের কাছে বিক্রি করতে বাধা দিতে চায়।

ঘটনাচক্রে, কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের ৪৮ শতাংশ শেয়ার রয়েছে মোহিত বর্মণের হাতে। নেস ওয়াদিয়া প্রোমোটার গ্রুপের তৃতীয় মালিক, ২৩ শতাংশ শেয়ারের মালিক, বাকি শেয়ারগুলি চতুর্থ মালিক করণ পলের হাতে রয়েছে। ক্রিকবাজ প্রীতি জিনতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কাছ থেকে কোনো সাড়া পায়নি। নেস ওয়াদিয়াও কোনো প্রশ্নের জবাব দেননি। আগামী ২০ আগস্ট এই মামলার শুনানি হবে।

ডাবরের সঙ্গে যুক্ত ৫৬ বছর বয়সী মোহিত বর্মণ শুক্রবার ক্রিকবাজকে বলেন, “আমার শেয়ার বিক্রি করার কোনও পরিকল্পনা নেই। তবে সূত্রের খবর, নিজের ১১.৫ শতাংশ শেয়ার অঘোষিত এক পক্ষের কাছে বিক্রি করতে চান বর্মণ। বর্মণ পরিচালনা পর্ষদের অন্যতম। আরবিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট, ১৯৯৬-এর ৯ ধারায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা ও নির্দেশনা চেয়ে পিটিশন দাখিল করেছেন তিনি।

আইপিএলের মূল আট দলের একটি ছিল পঞ্জাব কিংস। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে পাঞ্জাব কিংসের পারফরম্যান্স খুবই খারাপ। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স তাদের হারিয়ে শিরোপা জিতলে দলটি একবারই ফাইনালে উঠতে পেরেছিল। এ ছাড়া প্লে অফে যেতে পেরেছে মাত্র একবার। বর্তমানে ট্র্যাভর বেলিসের পরিবর্তে ভারতীয় কোচ খুঁজছে দলটি।