ধ্রুবকে ধোনির‌ সাথে তুলনা গাভাস্কারের, পাল্টা তুলনা পছন্দ নয় জানিয়ে দিলেন জুরেলের বাবা

বর্তমানে ভারতীয় ক্রিকেটে ওপেনার এবং মিডল অর্ডারের জন্য একাধিক ব্যাটসম্যান থাকলেও ফিনিশার হিসাবে সমস্ত ফরম্যাটে সেইভাবে কেউ ভরসা দিতে পারছেন না। তবে চলমান ইংল্যান্ডের (India…

বর্তমানে ভারতীয় ক্রিকেটে ওপেনার এবং মিডল অর্ডারের জন্য একাধিক ব্যাটসম্যান থাকলেও ফিনিশার হিসাবে সমস্ত ফরম্যাটে সেইভাবে কেউ ভরসা দিতে পারছেন না। তবে চলমান ইংল্যান্ডের (India vs England Series) বিপক্ষে টেস্ট সিরিজে নিচের দিকে ব্যাট করতে এসে ধ্রুব জুরেল (Dhruv Jurel) অসাধারণ পারফরম্যান্স করে ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন। এবার এই তরুণ ব্যাটসম্যানকে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সাথে তুলনা করার বিষয়ে ধ্রুব জুরেলের বাবা মুখ খুললেন।‌

ধ্রুব জুরেল ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের হয়ে অভিষেক করেন। এই ভারতীয় তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান প্রথম ম্যাচে সেইভাবে সুযোগ না পেলেও ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচে ক্রিজে পড়ে থেকে লড়াই চালান। এই ম্যাচের প্রথম ইনিংসে তিনি ১৪৯ বলে ৯০ রানের অসাধারণ ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসা ৭৭ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস দলকে জয় তুলে দেয়। গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।

এই অসাধারণ ব্যাটিং ইনিংসের পর ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) বলেছিলেন, “আমি বলতে চাই যে ধ্রব আর একটি ধোনি হিসাবে তৈরি হচ্ছেন। আমি জানি ধোনির মতো আর কেউ হতে পারবেন না কিন্তু ওর মধ্যেও ধোনির মতো তাৎক্ষণিক ভাবনা চিন্তা করার ক্ষমতা আছে।” এর পরেই এবার ধ্রুব জুরেলের বাবা এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার খুব আনন্দ হয় যখন ক্রিকেট কিংবদন্তিরা বলেন ধ্রুব ভবিষ্যতে ভারতের জন্য এমএস ধোনির মতো হতে পারে।”

তিনি আরও বলেন, “আমি তুলনা করতে পছন্দ করি না। ধোনি অনেক বড়ো তারকা ক্রিকেটার। তিনি আইসিসি ট্রফি জিতেছেন এবং ভারতের হয়ে ২ টি বিশ্বকাপ এনে দিয়েছেন।” প্রসঙ্গত ধ্রব জুরেলের বাবা একজন প্রাক্তন ভারতীয় সেনা। তিনি কারগিল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অন্যদিকে ভারতীয় দল ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের দখলে করেছে। ৭ মার্চ থেকে এই সিরিজের শেষ ম্যাচ ধর্মশালায় শুরু হবে।