নিজে চাননা কোচ হতে, এবার এই ভারতীয় বিশ্বকাপজয়ীর নাম ইংল্যান্ডের কোচের জন্য সুপারিশ করলেন মরগান

ইংল্যান্ড বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী ক্রিকেট দল হলেও সাম্প্রতিক সময়ে তারা সেইভাবে আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলিতে প্রভাব ফেলতে পারেনি। এর ফলে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর…

Eoin Morgan Suggested Former Indian Experienced Coach Rahul Dravid For New Head Coach Of England White Ball

ইংল্যান্ড বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী ক্রিকেট দল হলেও সাম্প্রতিক সময়ে তারা সেইভাবে আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলিতে প্রভাব ফেলতে পারেনি। এর ফলে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাদের সাদা বলের কোচ ম্যাথু মট পদত্যাগ করেন। ফলে বর্তমানে এই পদে একজন দক্ষ কোচকে আনার জন্য ইসিবি প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার এর মধ্যেই ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচের জন্য ভারতীয় এই প্রাক্তন ক্রিকেটার এবং কোচের নাম প্রস্তাব করলেন ইয়ন মরগ্যান।

গত বছর একদিনের বিশ্বকাপে ভারতের মাটিতে জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড দল হতাশাজনক পারফরমেন্স করে। এমনকি তারা এই টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে হারের সম্মুখীন হয়। ফলে একদিনের বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে ইংলিশ বাহিনী ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে টুর্নামেন্টের বাইরে চলে যায়। অন্যদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ড সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। তাই এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পরেই সাদা বলের কোচ ম্যাথু মট পদত্যাগ করেছেন। তবে এই দলে লাল বলের ক্রিকেটে অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।

এবার ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান সাদা বলের প্রধান কোচ হিসাবে ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের নামও প্রস্তাব করলেন। তিনি বলেন, “আপনাকে মনে রাখতে হবে ইংল্যান্ড ক্রিকেট দল বিশ্বের অন্যতম সম্পদশালী একটি ক্রিকেট দল। তাই আমাদের একজন বিশ্বমানের সেরা কোচকে বেছে নিতে হবে। আমার মতে এই মুহুর্তে আপনি রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং এবং ব্রেন্ডন ম্যাককালামের কাছে যেতে পারেন। আমি ম্যাককালামকে এই পদের জন্য বলছি কারণ আমি বিশ্বাস করি যে তিনি বিশ্বের সেরা কোচেদের মধ্যে একজন।”

উল্লেখ্য এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানেই ভারতীয় দল দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ইতিহাসে চ্যাম্পিয়ন হয়েছে। এরপর ভারতীয় দলের প্রধান কোচের জন্য তার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর আর তিনি এই দায়িত্ব চালিয়ে যেতে চাননি। সম্ভবত আগামী সময় রাহুল দ্রাবিড়কে আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি দলের দায়িত্ব সামলাতে দেখা যাবে। তবে এর মধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই অভিজ্ঞ ক্রিকেটারকে যদি কোচিংয়ের প্রস্তাব দেওয়া হয় তাহলে তিনি কী সিদ্ধান্ত নেবেন এখন সেটাই দেখার।