IPL 2024: চারজন প্লেয়ার যারা গত আইপিএলে খুব ভালো পারফর্ম করেছেন, কিন্তু এবারে এখনো‌ বেঞ্চে রয়েছেন

এল ২০২৪ (IPL 2024) এখন দারুণ জায়গায়। প্রত্যেকটি দল ইতিমধ্যে কমবেশি পাঁচটি করে ম্যাচ খেলে নিয়েছে। টুর্নামেন্ট এগোনোর সাথে সাথে অনেক খেলোয়াড়ই নিজেদের সেরাটা তুলে…

এল ২০২৪ (IPL 2024) এখন দারুণ জায়গায়। প্রত্যেকটি দল ইতিমধ্যে কমবেশি পাঁচটি করে ম্যাচ খেলে নিয়েছে। টুর্নামেন্ট এগোনোর সাথে সাথে অনেক খেলোয়াড়ই নিজেদের সেরাটা তুলে ধরছেন। যাই হোক, এই প্রতিবেদনে আমরা এমন কিছুজন তারকাকে দেখে নেবো, যারা আইপিএল ২০২৩ (IPL 2023) এ খুব ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু আইপিএল ২০২৪ এ দলে জায়গা পাচ্ছেন না। দেখে নিন, এমন চারজন ক্রিকেটারকে।

১. রাজবর্ধন হাঙ্গারগেকর (Rajvanrdhan Hangargekar):

এই ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার গত বছর আইপিএলের প্রথম দিকে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ নজর কেড়েছিলেন। তিনি গতবছর আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অভিষেক করেছিলেন। ওই ম্যাচেই ৩ উইকেট শিকার করেছিলেন এই তরুণ। তবে চলতি আইপিএলে এখনো পর্যন্ত একটিও ম্যাচ খেলতে পারেননি তিনি।

২. রাইলি রুশো (Rilee Russouw):

এই দক্ষিণ আফ্রিকান তারকা গত বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতেন। ওই বছরে একটি দুরন্ত অর্ধশতরান করেছিলেন তিনি। তখন তারা ব্যাটিংয়ের গড় ছিল দলের দ্বিতীয় সেরা, এছাড়া ১৫০ স্টাইকরেটে খেলেছেন তিনি। কিন্তু এবছর আইপিএলে এখনো পর্যন্ত পাঞ্জাব কিংসের বেঞ্চেই বসতে থাকতে হচ্ছে তাকে।

৩. জোশুয়া লিটিল (Joshua Little):

গুজরাট টাইটান্সের এই তরুণ পেসারও রয়েছেন এই তালিকায়। এই আইরিশ তারকা গতবছর আইপিএলে নিয়মিতভাবে গুজরাটের জার্সিতে খেলে গেছেন। এমনকি বল হাতেও বেশ কার্যকরী ছিলেন তিনি। কিন্তু এই মরশুমে স্পেনসার জনসন গুজরাট দলে যোগ দেওয়ায় লিটিল দলের দ্বিতীয় পছন্দ হিয়ে উঠেছেন। এই আইপিএলে এখনো একটিও ম্যাচ খেলতে পারেননি তিনি।

৪. রহমানুল্লাহ গুরবাজ (Rahamanullah Gurbaz):

এই আফগান তারকা গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১১ ম্যাচে ২২৭ রান করেছিলেন। যার মধ্যে দুটি অর্ধশতরান ছিল গুরবাজের। কিন্তু এই মরশুমে জেসন রয়ের বদলি হিসাবে ফিল সল্ট আসায়, প্রথম একাদশ থেকে বঞ্চিত হতে হয় তাকে। এইবছর কেকেআর ৪ ম্যাচ খেলে নিলেও, একটিও ম্যাচে জায়গা হয়নি গুরবাজের।