চারজন প্লেয়ার যারা এবার রোহিতের পরিবর্তে ভারতীয় টি-২০ দলের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন

শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। জয়ের স্বপ্নপূরণ হতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত…

শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। জয়ের স্বপ্নপূরণ হতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেই পথে হেঁটেছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও। তবে এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো, রোহিত অবসর নিয়ে নেওয়ায় আগামীদিনে রোহিতের পরিবর্তে ভারতীয় দলকে টি-টোয়েন্টি ফরম্যাটে কে নেতৃত্ব দেবেন! রইলো চার সম্ভাব্য নাম।

১. হার্দিক পান্ডিয়া:

ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার তীব্র দাবীদার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। রোহিতের অনুপস্থিতিতে অধিনায়ক হিসাবেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। তার অধিনায়কত্বে ১৬ টি ম্যাচ খেলেছে ভারত, যার মধ্যে ১০ টিতে জয়লাভের নজির রয়েছে।

২. জসপ্রীত বুমরাহ:

ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার তালিকায় হার্দিকের পরেই রয়েছেন জসপ্রীত বুমরাহ। গতবছরের প্রথম দিকে চোট থেকে ফিরে ফিরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুইটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। রোহিত টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোয়, তার হাতে উঠতে পারে দায়িত্ব।

৩. শুভমান গিল:

তরুণ প্রতিভাবান ব্যাটার শুভমান গিলও রয়েছেন এই তালিকায় সামিল। তিনি এবারের আইপিএলেও গুজরাট টাইটান্সের হয়ে অধিনায়কত্ব সামলেছেন। দল খুব একটা ভালো অবস্থানে শেষ না করলেও, চলতি সপ্তাহে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করার দায়িত্ব পেয়েছেন গিল। কেরিয়ারে এই প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। তাই এই তরুণকে আগামীদিনে ভারতীয় টি-টোয়েন্টি জার্সিতে অধিনায়ক হিসাবে আশা করায় যায়।

৪. রুতুরাজ গায়কোয়াড:

চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়কও রয়েছেন এই তালিকায়। রুতুরাজকে ভবিষ্যতের ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কের চিন্তাভাবনায় রাখা হয়েছে। যদি তিনি ভারতীয় দলে তার জায়গা পাকাপোক্ত করতে পারেন, তবেই এটা সম্ভব। এছাড়া রুতুরাজের অধিনায়কত্বে গতবছর চিনের হাংঝৌ শহরে এশিয়ান গেমসে স্বর্ণজয় করেছে ভারতীয় দল।