রানাকে বাদ‌‌ দিয়েই ২০২৫ আইপিএলে এই চারজন প্লেয়ারকে রিটেন করতে পারে KKR

আর মাত্র ৬ দিন পরেই শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় লিগ আইপিএল (IPL 2024)। আসন্ন আইপিএলের পর অনুষ্ঠিত হবে মেগা নিলাম। ওই মেগা নিলাম…

আর মাত্র ৬ দিন পরেই শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় লিগ আইপিএল (IPL 2024)। আসন্ন আইপিএলের পর অনুষ্ঠিত হবে মেগা নিলাম। ওই মেগা নিলাম থেকেই প্রত্যেকটি ফ্র‍্যাঞ্চাইজি নতুন করে আগামী মরশুম তথা আইপিএল ২০২৫ (IPL 2025) এর জন্য নিজেদের দল গঠন করবে। তবে ৪ জন ক্রিকেটারকে প্রত্যেকটি দল ধরে রাখতে পারবে। দেখে নিন, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ধরে রাখতে পারে এমন ৪ জন সম্ভাব্য ক্রিকেটারকে।

১. শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer):

কলকাতা নাইট রাইডার্স প্রথমেই রিটেন করতে পারে তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। সম্ভবত, প্রথম রিটেন হিসাবে এটাই করবে। কারণ, তিনি ভারতীয় দলের ভবিষ্যত। শ্রেয়াসকে ২০২২ মেগা নিলামে ১২.২৫ কোটি টাকায় দলে সামিল করেছিল শ্রেয়াস। প্রথম মরশুমে তার ব্যাট থেকে ৪০১ রান এলেও, দ্বিতীয় মরশুমে চোটগ্রস্ত থাকায় একটিও ম্যাচ খেলেননি। তবে তৃতীয় মরশুমে তার পারফরমেন্স দেখার জন্য মুখিয়া হয়ে রয়েছে কেকেআর ভক্তরা।

২. আন্দ্রে রাসেল (Andre Russell):

আন্দ্রে রাসেল হলেন কেকেআর দলের এমন একজন তারকা, যার নাম ছাড়া কেকেআর দলটি নুন ছাড়া পান্তা ভাতের মতো। শেষবারের মেগা নিলামে কেকেআর দল তাকে ১২ কোটি টাকা দিয়ে প্রথম রিটেন করলেও, আশা করা হচ্ছে এবারে শ্রেয়াসের পর তাকে দ্বিতীয় রিটেন করতে পারে। কারণ, বয়স বৃদ্ধির সাথে সাথে তার ব্যাটিং আক্রমণতা কমে আসছে। তবে‌ বয়স বেড়ে গেলেও, তার প্রতি ভরসা একবিন্দুও কমেনি কেকেআর ভক্তদের।

৩. রিঙ্কু সিং (Rinku Singh):

যতই দিন এগোচ্ছে, ততই বিশ্বক্রিকেটে সুপারস্টার হয়ে উঠছেন রিঙ্কু সিং। তার মতো আক্রমণাত্মক ফিনিশার কখনোই হারাতে চায় না কেকেআর, গত মরশুমে তার ফিনিশিং আজও সকলের সামনে জ্বলজ্যান্ত উদাহরণ। ভারতীয় দলের ভবিষ্যতকে কোনোমতেই ছাড়তে চায় না কেকেআর। যদিও এর আগে শুভমান গিল, সূর্যকুমার যাদবের মতো তারকাদের রিটেন না করে ভুল করেছে কেকেআর। আশা করা যায়, রিঙ্কুকে ছাড়ার মতো বড় ভুল করবে না তারা।

৪. বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy):

কেকেআর দলের ভরসাযোগ্য মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে শেষবার তৃতীয় স্থানে রিটেন করেছিল কেকেআর। তবে ২০২২ মরশুমটি তার জন্য খুব একটা ভালো না গেলেও, ২০২৩ আইপিএলে ১৪ ম্যাচে ২০ টি উইকেট নিয়ে কেকেআরের সর্বাধিক উইকেট সংগ্রাহক ছিলেন তিনি। এবছরও ঘরোয়া ক্রিকেটে তিনি যেরকম ছন্দে রয়েছেন, আশা করা যায় এবারেও তিনি বল হাতে ভালোই পারফরমেন্স করবেন। সেক্ষেত্রে চতুর্থ স্থানে বরুণকে রিটেন করতে পারে কেকেআর।