‘আমি চাই ও যেন বিশ্বকাপে জায়গা‌ না পায়’, বিরাট সম্পর্কে একি বললেন প্রিয়বন্ধু ম্যাক্সওয়েল

বিরাট কোহলি (Virat Kohli) সমস্ত ফরম্যাটেই এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটসম্যান। বর্তমানে চলমান আইপিএলও তিনি ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20…

বিরাট কোহলি (Virat Kohli) সমস্ত ফরম্যাটেই এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটসম্যান। বর্তমানে চলমান আইপিএলও তিনি ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দলে তাকে রাখা হবে কিনা তা নিয়ে সম্প্রতি সময়ে একাধিক মন্তব্য সামনে আসে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলের অন্যতম সতীর্থ এবং অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) বিরাট কোহলির এই বিষয়ে মজার ছলে তার গুরুত্ব তুলে ধরলেন।

২০২২ সালের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হারের সম্মুখীন হয়ে আশা ভঙ্গ করে। তবে ৬ ম্যাচে ২৯৬ রান করে বিরাট কোহলি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট নিয়মিত না খেলায় এবং আরও কিছু কারণে বিসিসিআইয়ের নির্বাচকরা জুন মাস থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে এই তারকা ব্যাটসম্যানকে না রাখার চিন্তাভাবনা করছিলেন।

এই খবর সামনে আসতেই ক্রিকেট মহলে রীতিমতো হইচই পড়ে যায়। এবার এই বিষয়ে বলতে গিয়ে অস্ট্রেলিয়ার অন্যতম ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল মজা করে বলেন, “আমি সত্যিই আশা করছি যে ভারতীয় নির্বাচকরা যাতে বিরাট কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচন না করেন, কারণ তা না হলে আমাকে ওর বিরুদ্ধে খেলতে হবে (হাসি)। বিরাট কোহলি আমার বিপক্ষে খেলা অন্যতম সেরা ক্রিকেটার যিনি দলের কঠিন পরিস্থিতির লড়াই চালিয়ে যান।”

ম্যাক্সওয়েল আরও বলেন, “২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহালিতে বিরাট আমাদের বিপক্ষে যে ইনিংসটি খেলেছিল তা এখনও আমার বিপক্ষে খেলা সেরা ইনিংস। ম্যাচ জিততে তাকে কী করতে হবে সে সম্পর্কে বিরাটের ভাবনাচিন্তা অসাধারণ।” বর্তমানে ব্যাট হাতে আইপিএলে মাঠে নেমে বিরাট কোহলি আবার পুরনো ফর্মে ফিরে গেছেন এবং সম্প্রতি এই টুর্নামেন্টের ইতিহাসে অষ্টম শতরান করে নির্বাচক বার্তা দিয়েছেন। এছাড়াও তিনি এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৫ ম্যাচে ৩১৬ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন।