WPL 2024: মুনি-লরার দাপটে টিকতে পারলো না স্মৃতিরা, RCB-কে হারিয়ে সিজনের প্রথম‌ জয় গুজরাটের

অবশেষে আজ জয়ের মুখ দেখলো গুজরাট জায়েন্টস (Gujarat Giants)। এবারের মহিলা প্রিমিয়ার লিগে (WPL 2024) একটানা প্রথম ৪ টি ম্যাচে হারলেও, আজ দিল্লির অরুণ জেটলি…

অবশেষে আজ জয়ের মুখ দেখলো গুজরাট জায়েন্টস (Gujarat Giants)। এবারের মহিলা প্রিমিয়ার লিগে (WPL 2024) একটানা প্রথম ৪ টি ম্যাচে হারলেও, আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore Women) মতো শক্তিশালী দলকে ১৯ রানে হারিয়ে এই মরশুমের প্রথম জয় তুলে নিলো গুজরাট জায়েন্টস। শেষমেষ পয়েন্ট তালিকাতেও ২ টি মূল্যবান পয়েন্ট সংগ্রহ করলো তারা।

আজ বদলেছে টসে জিতে বোলিং নেওয়ার ট্রেন্ড। টসে জিতে আজ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট জায়েন্টসের অধিনায়ক বেথ মুনি (Beth Mooney)। ব্যাটের সিদ্ধান্ত নিতেই প্রথমে ব্যাট হাতে আসেন লরা উলভার্ট (Laura Wolvaardt) এবং মুনি নিজেই। প্রথমে ব্যাট করতে এসে আরসিবির বোলিং লাইনআপকে চূর্ণ-বিচূর্ণ করে ১৩ ওভারে ১৪০ রানের পার্টনারশিপ করে তারা।

এরপর উলভার্ট ফিরে যান ব্যাক্তিগত ৭৬ রানে। কিন্তু মুনি নিজের জায়গা ক্রিজে ধরে রেখেছিলেন। পরবর্তী ব্যাটসম্যান হিসাবে ব্যাট করতে এসে ১৮ রান করেন ফোবি লিচফিল্ড (Phoboe Litchfield)। তারপর থেকে কেউ আর মুনিকে সাথ দিতে পারেননি। শেষমেষ মুনির ৮৫ রানের অপরাজিত ইনিংসের জন্য ২০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৯৯ রান তোলে গুজরাট জায়েন্টস। আরসিবি জিততে হলে প্রয়োজন ছিল ২০০ রান। এবারের মহিলা প্রিমিয়ার লিগে যা ছিল সবচেয়ে বড় লক্ষ্য।

এই ২০০ রানের লক্ষ্য তাড়া করতে আরসিবির হতে ওপেনে আসেন প্রতিদিনের ন্যায় সাব্বিনেনি মেঘনা (Sabbhineni Meghana) এবং স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। শুরুটা স্মৃতি খুব ভালো করলেও, ২৪ রান করে আউট হয়ে যান তিনি। এরপরেই মেঘনা আউট হন মাত্র ৪ রান করে। এলিসি পেরিও (Ellyse Perry) ব্যাট এসে ২৪ রানের ইনিংস খেলে ফেরেন। তারপর থেকে যে ব্যাটসম্যানই আসেন মোটামুটি একটা রান করে ফিরে যান। খুব বেশিক্ষণ কেউই দাঁড়াতে পারেননি গুজরাটের বোলিংয়ের সামনে। জর্জিয়া ওয়্যারহ্যাম (Georgia Wareham) ২২ বলে ৪৮ রান করলেও, শেষপর্যন্ত তিনিও আউট হয়ে যাওয়ায় ম্যাচটি ১৯ রানে হারতে হয় আরসিবি মহিলাদের। বল হাতে দুটি উইকেট শিকার করেছেন অ্যাসলে গার্ডনার (Ashleigh Gardner)।

গুজরাট জায়েন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলা ম্যাচের স্কোরকার্ড (Gujarat Giants vs Royal Challengers Bangalore Women Match Scorecard):

গুজরাট জায়েন্টস: ১৯৯/৫ (২০ ওভার)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলা: ১৮০/৮ (২০ ওভার)

ম্যাচটি গুজরাট জায়েন্টস ১৯ রানে জয়লাভ করেছে।