GT vs SRH: বিশ্বকাপের পর প্রথমবার আহমেদাবাদে ফিরছে কামিন্সরা, জানুন‌ কেমন হবে আজ‌ দুই দলের একাদশ

আইপিএলে (IPL 2024) আজ ১২ তম এবং দিনের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের (Gujarat Titans vs Sunrisers Haydrabad Match) বিপক্ষে মাঠে নামতে চলেছে। দুই…

আইপিএলে (IPL 2024) আজ ১২ তম এবং দিনের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের (Gujarat Titans vs Sunrisers Haydrabad Match) বিপক্ষে মাঠে নামতে চলেছে। দুই দলই ইতিমধ্যে একটি করে ম্যাচ জয় করে লড়াই চালাচ্ছে। কিন্তু শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান করে এখন অনেকটাই আত্মবিশ্বাসী। অন্যদিকে গুজরাট শেষ ম্যাচে হারের পর আবার জয়ের মধ্যে ফিরে আসতে চাইছে। ফলে এবার আজ ম্যাচের গুজরাট এবং হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ কেমন হবে, পিচ রিপোর্ট কী বলছে দেখে নেওয়া যাক।

গুজরাট টাইটান্স তাদের নতুন অধিনায়ক শুভমান গিলের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে জয় ছিনিয়ে আনে। ম্যাচে সাই সুদর্শন ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছিলেন। তবে শেষ ম্যাচে গুজরাট চেন্নাইয়ের বিপক্ষে ৬৩ রানে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ এই বছরের আইপিএলে তাদের প্রথম ম্যাচে কলকাতার কাছে হারার পর শেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ঘরের মাটিতে ভয়ঙ্কর হয়ে ওঠে।

প্রথম ইনিংসে হায়দ্রাবাদ মাত্র ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে নেয় যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান। তবে এই ম্যাচে দলের হয়ে টি নটরাজন ফিট না থাকায় হায়দ্রাবাদের হয়ে মাঠে নামেননি‌। আজ যদি তিনি একাদশে ফিরে আসেন তাহলে জয়দেব উনাদকাট একাদশের বাইরে চলে যাবেন। আইপিএলে গুজরাট বনাম হায়দ্রাবাদের ম্যাচটি আজ দুপুর ৩:৩০ থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ (Gujarat Titans Predicted XI):

শুভমান গিল (c), ঋদ্ধিমান সাহা (wk), সাই সুদর্শন, বিজয় শঙ্কর, আজমতুল্লাহ ওমরজাই, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, উমেশ যাদব, স্পেন্সার জনসন

সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশ (Sunrisers Hyderabad Predicted XI):

মায়াঙ্ক আগরওয়াল, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (wk), শাহবাজ আহমেদ, আবদুল সামাদ, প্যাট কামিন্স (c), মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন

গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের পিচ রিপোর্ট (Gujarat Titans vs Sunrisers Haydrabad Match Pitch Report):

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ ব্যাটিং করার জন্য যথেষ্ট ভালো। তবে এই পিচে পেসার এবং স্পিনারও সুবিধা পেয়ে থাকে। বিশেষ করে আজ ম্যাচে স্পিনাররা বেশি প্রভাব ফেলতে পারে। ২০২১ সাল থেকে এই মাঠের প্রথম ইনিংসে জয়ের জন্য গড় রান হল ১৮৮। তবে এই পিচে শেষ ম্যাচে গুজরাট প্রথম ইনিংসে ১৬৮ রান করেও জয়লাভ করে নিয়েছে। আজ প্রথম দিকে ম্যাচ চলাকালীন গড় তাপমাত্রা ৩৫ ডিগ্ৰি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে।