GT vs KKR: আরসিবি, লখনউয়ের পর এবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচে স্পেশাল জার্সিতে খেলবে গুজরাট, উদ্যোগ ক্যানসার সচেতনতা

ভারতের মতো দেশে ক্রিকেটের সঙ্গে সাধারণ মানুষের অনেক আবেগ জড়িয়ে থাকে। এর ফলে আইপিএলের (IPL 2024) প্রতিটি ফ্রাঞ্চাইজি দল প্রতি বছর ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে…

ভারতের মতো দেশে ক্রিকেটের সঙ্গে সাধারণ মানুষের অনেক আবেগ জড়িয়ে থাকে। এর ফলে আইপিএলের (IPL 2024) প্রতিটি ফ্রাঞ্চাইজি দল প্রতি বছর ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে একাধিক সামাজিক কর্মকান্ডে যোগদান করে সাধারণ মানুষের কাছে আরও পৌঁছে যাওয়ার চেষ্টা করে। এবার সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য ঘরের মাঠে লিগ পর্যায়ের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) এক নতুন ধরনের জার্সি পড়ে মাঠে নামতে দেখা যাবে।

এই বছর আইপিএলে নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্স লড়াই চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত টুর্নামেন্টে ১১ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে তারা পয়েন্ট তালিকায় এখন একেবারে নিচে চলে গেছে। তাই প্লে অফে জায়গা করে নিতে হলে গুজরাটকে লিগ পর্যায়ের শেষ ৩ টি ম্যাচে এখন বিশাল জয় তুলে নিতে হবে। ফলে তারা ইতিমধ্যেই ম্যাচগুলিকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ১৩ মে গুজরাট এই মরসুমের ঘরের মাঠের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে মাঠে নামবে।

এই ম্যাচে এবার শুভমান গিল বাহিনীদের গাঢ় নীল রঙের জার্সির বদলে হালকা ল্যাভেন্ডার রঙের জার্সি পড়ে মাঠে নামতে দেখা যাবে। আসলে তারা ক্যান্সারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার জন্য এই ধরনের জার্সি পড়ে সাধারণ সমর্থকদের বার্তা দেওয়ার চেষ্টা করবেন। এই নিয়ে পরপর দুবছর গুজরাটকে এই ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। দলের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “গুজরাট টাইটান্স ক্যান্সারের বিরুদ্ধে টানা দ্বিতীয় বছরের জন্য বিশেষ ল্যাভেন্ডার জার্সি পড়ে মাঠে নেমে নিজেদের বার্তা জানাচ্ছে।”

বিবৃতিতে আরও জানানো হয়, “ক্রিকেটাররা আসন্ন ১৩ মে তাদের চূড়ান্ত হোম ম্যাচে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিশ্রুতি প্রদর্শন করবে। এর মাধ্যমে ক্যান্সারের সঠিক সময় চিহ্নিতকরণ এবং তার প্রতিরোধ করার জন্য আগাম সর্তকতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হবে। ক্রিকেটার হিসাবে ভক্তদের এবং বৃহত্তর সম্প্রদায়ের প্রতি আমরা আমাদের সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন। এই ল্যাভেন্ডার জার্সিগুলি আমাদের ক্যান্সার যোদ্ধাদের সাথে একত্রিত করে এবং তাদের সাহসকে সম্মান জানায়।”