Rohit-Virat: ‘রোহিত ও বিরাট এখনো কম করে….’, আন্তর্জাতিক ক্রিকেটে ‘রো-কো’ জুটির ভবিষ্যৎ কি? জানালেন ভাজ্জি

হরভজন আরও বলেন যে কোনও খেলোয়াড় যদি ধারাবাহিকভাবে পারফর্ম না করে তবে তাকে দল থেকে বাদ দেওয়া উচিত।

Harbhajan Singh Comment On Rohit Sharma And Virat Kohli International Cricket Future

ভারতীয় কিংবদন্তি হরভজন সিং মনে করেন, দুর্দান্ত ফিটনেস দিয়ে আগামী পাঁচ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত ক্যালেন্ডারে সহজেই মানিয়ে নিতে পারবেন বিরাট কোহলি। ভাজ্জির মতে, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাও আগামী দুই বছর স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে হরভজন বলেন, ”রোহিত সহজেই আরও দুই বছর খেলতে পারে। বিরাট কোহলির ফিটনেসের সঙ্গে কারও তুলনা চলে না। আপনি সহজেই তাকে পাঁচ বছর ধরে খেলতে দেখতে পারেন। সে সম্ভবত দলের সবচেয়ে ফিট খেলোয়াড়।”

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০-র বেশি উইকেট নেওয়া প্রাক্তন অফ স্পিনার আরো বলেন, “আপনি ১৯ বছর বয়সী যে কোনও তরুণকে ফিটনেসের দিক থেকে বিরাটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে বলতে পারেন এবং বিরাট তাকে হারাবে। ও খুব ফিট। আমি মনে করি বিরাট এবং রোহিতের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে এবং এটি সম্পূর্ণরূপে তাদের উপর নির্ভর করে যে তারা কতদিন খেলতে চায়। এই দুজন যদি ফিট থাকে এবং নিজেদের পারফরম্যান্স দিয়ে দলের জয়ে অবদান রাখে, তাহলে তাদের খেলা চালিয়ে যাওয়া উচিত। “

“লাল বলের ফরম্যাটে এই দুজন খেলোয়াড়কে খুব দরকার। সীমিত ওভারের ক্রিকেট হোক বা টেস্ট ক্রিকেট, সব ফরম্যাটেই অভিজ্ঞতা দরকার। উঠে আসা প্রতিভাকে লালন করার জন্য আপনার অভিজ্ঞ ক্রিকেটার দরকার।”

হরভজন আরও বলেন যে কোনও খেলোয়াড় যদি ধারাবাহিকভাবে পারফর্ম না করে তবে তাকে দল থেকে বাদ দেওয়া উচিত। তিনি বলেন, ”নির্বাচকদের দেখতে হবে কোন খেলোয়াড় ভালো পারফর্ম করছে না। সে সিনিয়র হোক বা জুনিয়র, তাকে দল থেকে বাদ দেওয়া উচিত। আমি সবসময় বিশ্বাস করি যে সিনিয়র খেলোয়াড়দের চেয়ে তরুণদের অনেক বেশি আবেগ রয়েছে। ১৫ বছর ধরে খেললে খিদে কিছুটা কমে যায়। রিয়ান পরাগ সুযোগ পাচ্ছেন এবং যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল যেভাবে খেলছেন, তা দেখে দারুণ লাগছে।”