Hardik Pandya Banned: মুম্বাইয়ের সিজন শেষ হওয়ার পরেও শাস্তি অধিনায়কের, জরিমানা সহ এই ম্যাচে নিষিদ্ধ হার্দিক পান্ডিয়া

এই বছর আইপিএলে (IPL 2024) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছিল। টুর্নামেন্টের শেষটাও তারা ধারাবাহিকভাবে খারাপ পারফরমেন্সের মধ্যে দিয়ে ভক্তদের…

এই বছর আইপিএলে (IPL 2024) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছিল। টুর্নামেন্টের শেষটাও তারা ধারাবাহিকভাবে খারাপ পারফরমেন্সের মধ্যে দিয়ে ভক্তদের হতাশ করলো। নতুন অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এসে কোনোভাবেই ইতিবাচক সাড়া ফেলতে পারলেন না। এবার গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের লিগ পর্যায়ের শেষের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে আবারও শাস্তির মুখে পড়তে হলো।

গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে মুম্বাই লখনউ সুপার জায়ান্টসকে (Lokhnow Super Giants) প্রথমে ব্যাটিং করার সুযোগ দেয়। এর ফলে তারা কেএল রাহুল এবং নিকোলাস পুরানের দুরন্ত ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে নেয়। এই রান তাড়া করতে নেমে রোহিত শর্মা ৩৮ বলে ৬৮ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। এছাড়াও নমন ধীর দুরন্ত লড়াই চালালেও শেষ পর্যন্ত মুম্বাই ১৮ রানে হারের সম্মুখীন হয়। এই হারের সঙ্গে সঙ্গে হার্দিক পান্ডিয়াকে এবার আচরণ বিধি লঙ্ঘনের জন্য বিশাল পরিমাণ আর্থিক জরিমানা করা হয়েছে।‌

গতকাল ম্যাচে ধীর ওভার রেটের জন্য হার্দিক পান্ডিয়াকে বিশাল পরিমাণ আর্থিক জরিমানার সঙ্গে সঙ্গে পরবর্তী এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। এটা নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের এই বছর তৃতীয় অপরাধ ছিল। এই বিষয়ে বিসিসিআই একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে, “যেহেতু এটি আইপিএলের ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধের কোড অফ কন্ডাক্টের অধীনে মুম্বাই ইন্ডিয়ান্স দলের তৃতীয় অপরাধ ছিল তাই পান্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে দলের পরবর্তী ম্যাচ খেলতে নিষিদ্ধ করা হয়েছে।”

অধিনায়কের সঙ্গে সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে থাকা সমস্ত ক্রিকেটারকেই পৃথকভাবে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বা কোনো ক্রিকেটারের ম্যাচ ফি কম হলে তাকে ম্যাচ ফি-এর ৫০ শতাংশ জরিমানা দিতে হবে। এই বছর আইপিএলে ঋষভ পান্থ ৩ বার টুর্নামেন্টের আচরণ বিধি লঙ্ঘনের জন্য তাকে প্রথম ১ ম্যাচ থেকে নির্বাসিত করা হয়েছিল। উল্লেখ্য এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের গতকালই ছিল শেষ ম্যাচ। ফলে এই শাস্তি অনুযায়ী পরবর্তী মরসুম অর্থাৎ ২০২৫ আইপিএলের প্রথম ম্যাচে দলের হয়ে হার্দিক পান্ডিয়া মাঠে নামতে পারবেন না।