“আমরা যেন‌ এক হয়ে‌ থাকি”, হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর দলকে একজোট রাখার চেষ্টা হার্দিকের

এই মুহূর্তে আইপিএলে (IPL 2024) একমাত্র অধিনায়ক হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) একাধিক সমস্যা মাথায় নিয়ে দলকে নেতৃত্ব দিতে হচ্ছে। দলের…

এই মুহূর্তে আইপিএলে (IPL 2024) একমাত্র অধিনায়ক হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) একাধিক সমস্যা মাথায় নিয়ে দলকে নেতৃত্ব দিতে হচ্ছে। দলের ঘরে-বাইরে তাকে বারবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে সমস্ত রকম চাপ সামলে হার্দিক এখনও মুম্বাইকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন। গতকাল টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে হারের পর এবার দলের ক্রিকেটারদের মুম্বাইয়ের অধিনায়ক উদ্বুদ্ধ করলেন।

গতকাল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এরপর ঘরের মাঠে হায়দরাবাদ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিধ্বংসী ফর্মে শুরু করে। মায়াঙ্ক আগরওয়াল মাত্র ১১ রানে আউট হয়ে গেলেও ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ব্যাট হাতে রীতিমতো তান্ডব চালান। হেডের ব্যাট থেকে ২৪ বলে ৯ টি চার এবং ৩ টি ছয়ের মাধ্যমে ৬২ রান আসে। এর সঙ্গেই অভিষেক ২৩ বলে ৩ টি চার এবং ৭ টি ছয়ের মাধ্যমে মোট ৬৩ রান করেন।

শেষে হেনরিখ ক্লাসেনের ৩৪ বলে ৪ টি চার এবং ৭ টি ছয়ের মাধ্যমে অপরাজিত ৮০ রানে ভর করে হায়দ্রাবাদ ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে নেয়। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে এক ইনিংসের সর্বোচ্চ রান তাড়া করতে নেমে অনেকটাই কাছে পোঁছে যায়। মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে শেষ পর্যন্ত লড়াই চালিয়েছিল। ফলে এই ব্যাটিং পারফরমেন্সকে সামনে রেখে এবার হার্দিক পান্ডিয়া দলের সদস্যদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন।

ম্যাচ পরবর্তী দলের মিটিংয়ে মুম্বাইয়ের বর্তমান অধিনায়ক হার্দিক বলেন,”শক্তিশালী সৈন্যদের সবসময় সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয়। আমরা এই প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল। অন্য কোনো দল এই রানের এত কাছাকাছি পৌঁছাতে পারতো না। ব্যাটিং বিভাগ সহ সমস্ত বিভাগেই মুম্বাই ইন্ডিয়ান্স আমাদের। দলের বোলারদের জন্য আমি সত্যিই গর্বিত। এমনকি আজ দলের কঠিনতম সময়ও কাউকে পালাতে দেখিনি। সবাই বল করতে চেয়েছিল। আমি মনে করি এটি একটি দলের জন্য ভালো দৃশ্য।”

হার্দিক পান্ডিয়া আরও বলেন, “আসুন নিশ্চিত করি যে যাই ঘটুক না কেন‌ আমরা একে অপরকে সব সময় সাহায্য করবো। খারাপ বা ভালো সময়ে আমরা একসাথে লড়াই করবো‌ এবং সাথে থাকবো‌।” উল্লেখ্য মুম্বাই ইন্ডিয়ান্স পরবর্তী ম্যাচে ১ এপ্রিল সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে।