Hardik Pandya: ভারতের জার্সি গায়ে দিতেই রুদ্র রূপ হার্দিকের, ব্যাটে-বলে দেখা গেল পুরোনো পান্ডিয়ার ঝলক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024); বাজে ফর্মের সঙ্গে লড়াই করা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাত্রই নিজের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিলেন। আইপিএলের…

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024); বাজে ফর্মের সঙ্গে লড়াই করা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাত্রই নিজের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিলেন। আইপিএলের পারফরম্যান্স এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে মিডিয়ায় খবরের মধ্যে, সবার চোখ হার্দিক পান্ডিয়ার দিকে স্থির ছিল, তবে তিনি আজ বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অপরাজিত ৪০ রান খেলে সকলকে বুঝিয়ে দেন যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য পুরোপুরি প্রস্তুত।

হার্দিক তার ইনিংসে ২৩ টি বল মোকাবেলা করেছিলেন যার মধ্যে তিনি ২টি চার এবং ৪টি ছক্কা মেরেছিলেন। এই শক্তিশালী ব্যাটিংয়ে হ্যাটট্রিক ছক্কা হাঁকান হার্দিক। বাংলাদেশের হয়ে ১৭তম ওভারে বল করতে আসা তানভীর হাসানের বিপক্ষে প্রথম তিন বলে পরপর তিনটি ছক্কা মেরে আলোড়ন সৃষ্টি করেন হার্দিক। হার্দিকের দুর্দান্ত ব্যাটিং দেখে দারুণ খুশি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়।

আমেরিকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়ার ফর্মে ফেরা রোহিত শর্মার (Rohit Sharma) জন্য বড় স্বস্তির খবর। হার্দিক টিম ইন্ডিয়ার মূল অলরাউন্ডার। বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি দলের তৃতীয় পেসার হিসেবেও দেখা যাবে তাকে। এমন পরিস্থিতিতে হার্দিকের ভালো পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে।

ব্যাটিংয়ের পর বল হাতেও সফলতা পান হার্দিক। ভারতীয় বোলাররা প্রথম থেকেই বাংলাদেশের কোমর ভাঙা শুরু করলে, তাতে শামিল হন পান্ডিয়াও। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসেই ওপেনার তানজিদ হাসানকে আউট করেন হার্দিক। ১৮৩ রান চেস করতে নেমে ভারতের স্কোরের ধারে কাছেও আসতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে মাত্র ১২০ রানে সমাপ্ত হয় টাইগারদের ইনিংস।