ZIM vs IND: জিম্বাবুয়ের বোলাররা ভারি পড়ল ভারতের উপর, সঞ্জুর ইনিংসে মাত্র ১৬৭ বোর্ডে তুলল ভারত

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বর্তমানে ভারতীয় দল জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করছে। এই সিরিজে শুভমান গিলের নেতৃত্বে ব্লু ব্রিগেডরা…

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বর্তমানে ভারতীয় দল জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করছে। এই সিরিজে শুভমান গিলের নেতৃত্বে ব্লু ব্রিগেডরা প্রথম ম্যাচেই লজ্জাজনক হারের সম্মুখীন হয়। তবে এরপর পরপর ৩ ম্যাচে জয় তুলে নিয়ে ভারতীয় দল জিম্বাবুয়েকে সিরিজে পরাজিত করে। আজ চলমান টি-টোয়েন্টি সিরিজের নিয়মরক্ষার শেষ ম্যাচে ব্লু ব্রিগেডরা জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে।

ম্যাচে প্রথমে টসে জিতে জিম্বাবুয়ে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে ভারতের হয়ে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে যশস্বী জয়সওয়াল ওপেনিং করতে নামেন। তবে দুজনেই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন। জয়সওয়ালের ব্যাট থেকে ৫ বলে ১২ রান এবং শুভমানের ব্যাট থেকে ১৪ বলে মাত্র ১৩ রান আসে। এরপর অভিষেক শর্মাও ১১ বলে ১৪ রানে আউট হয়ে গেলে উইকেটকিপার সঞ্জু স্যামসন এবং তরুণ ব্যাটসম্যান রিয়ান পরাগ এসে দলের হাল ধরেন‌।

দুজনেই দলের স্কোরবোর্ড দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময় রিয়ান পরাগ ২৪ বলে ২২ রানে করে আউট হয়ে গেলেও স্যামসন নিজের ছন্দেই ছিলেন। এর সঙ্গেই তার ব্যাট থেকে একটি অসাধারণ অর্ধশতরান আসে। স্যামসন ৪৫ বলে ১ টি চার এবং ৪ টি ছয়ের মাধ্যমে ভরসাযোগ্য ৫৮ রান করে মাঠ ছাড়েন। শেষে ভারতের হয়ে শিবম দুবে ১২ বলে ২৬ রান এবং রিঙ্কু সিং ৯ বলে ১১ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন।

এই রানের ওপর ভর করে ভারতীয় দল শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানী বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি একাই ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করেছিলেন।

ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচের স্কোরবোর্ড:

ভারত- ১৬৭/৬ (২০.০ ওভার)

সঞ্জু স্যামসন- ৫৮ (৪৫)

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন