T20 World Cup 2024: কোন তারিখে আমেরিকা পোঁছাবে ভারতীয় দল? অনুশীলন ম্যাচ কবে? প্রকাশ হল যাবতীয় তথ্য

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) শুরু হতে আর মাত্র ১৮ দিন বাকি। এখন থেকে প্রত্যেক দল নিজেদের নিজেদের পরিকল্পনা শুরু করে দিয়েছে।…

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) শুরু হতে আর মাত্র ১৮ দিন বাকি। এখন থেকে প্রত্যেক দল নিজেদের নিজেদের পরিকল্পনা শুরু করে দিয়েছে। এদিকে চলতি আইপিএলের (IPL 2024) মাঝেই ইংল্যান্ডের ক্রিকেটাররা দেশে ফিরছেন। এমনকি বাকি দেশের ক্রিকেটাররাও আইপিএল শেষ হলেই ফিরে যাবেন। যে দল গুলি কোয়ালিফাই করেনি, সেই সমস্ত তারকারা প্লে অফের (IPL 2024 Playoffs) আগেই দেশে ফিরবেন।

যাই হোক, এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো ভারতীয় দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে কবে রওনা দেয়। সম্প্রতি ক্রিকবাজের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতীয় দল দুইভাগে বিভক্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। যার মধ্যে আইপিএল ২০২৪ প্লে অফে সুযোগ না পাওয়া দলগুলির তারকারা ২৫ মে রওনা দেবেন। এছাড়া যেসকল দল প্লে অফে উঠবে তারা ২৬ তারিখ রওনা দেবেন।

এমনকি ফাইনালের যোগ্যতা অর্জনকারী দলগুলির তারকারা তারপরের দিন ফ্লাইটে উঠবেন। ভারতের প্রথম ম্যাচটি রয়েছে ৪ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে। তার আগে সেখানে পৌঁছে একটি ওয়ার্ম আপ তথা প্রস্তুতি ম্যাচও (Warm Up Match) খেলবে ভারত। এদিকে আইসিসি জানিয়েছে, প্রস্তুতি ম্যাচগুলি খেলা হবে ফ্লোরিডায়। যাই হোক, বিসিসিআই মনে করে যেহেতু এই সকল ক্রিকেটাররা দুইমাস ধরে আইপিএল খেলেছেন, তাই তাদের পক্ষে বারংবার ভ্রমণ করাটা কঠিন হবে।

তবে শোনা যাচ্ছে, বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ খেলতে দিতে রাজি নয়। তবে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে হতে পারে তাদের, কারণ জানুয়ারি মাসের পর থেকে ভারতীয় দল একসাথে লিমিটেড ওভার ক্রিকেট কোথাও খেলেনি। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নিতে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। উল্লেখ্য, আসন্ন ওই ইভেন্টে ভারতের গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, পাকিস্তান, কানাডা এবং ইউএসএ।