কোহলির দখলে কমলা টুপি, বেগুনি টুপি কার? দেখে নিন IPL 2024-এর সমস্ত পুরস্কার তালিকায় শীর্ষে কে

এই বছর আইপিএলে (IPL 2024) নতুন উদ্যম নিয়ে ক্রিকেটাররা নিজেদের প্রতিভা প্রকাশের জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিশ্বের অন্যতম এই টুর্নামেন্টে দলগুলির উচ্চ প্রত্যাশা অনেক…

এই বছর আইপিএলে (IPL 2024) নতুন উদ্যম নিয়ে ক্রিকেটাররা নিজেদের প্রতিভা প্রকাশের জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিশ্বের অন্যতম এই টুর্নামেন্টে দলগুলির উচ্চ প্রত্যাশা অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের পারফরমেন্সের ওপর প্রভাব ফেলে। কিন্তু সবকিছু জয় করে দলকে জয়ের রাস্তা তৈরি করে দেওয়াই এই ক্রিকেটারদের প্রধান লক্ষ্য। এখনও পর্যন্ত ২০২৪ আইপিএলের একটি করে ম্যাচ দলগুলি খেলে ফেলেছে। এবার দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টের একাধিক পুরস্কার তালিকায় কোন ক্রিকেটার কতটা এগিয়ে আছেন।

ইতিমধ্যেই আমরা ২০২৪ আইপিএলের দলগুলির নতুন শক্তিশালী একাদশকে মাঠে নেমে লড়াই করতে দেখেছি। তাদের মধ্যে কয়েকটি ফ্রাঞ্চাইজি জয় পেলেও কয়েকটি দল এখনও সফলতা অর্জন করতে পারেনি। তবে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ক্রিকেটাররা নিজেদের ১০০ শতাংশ দেওয়ার জন্য সবরকম প্রচেষ্টার মধ্যে দিয়ে যাচ্ছেন। এর সঙ্গেই আইপিএলের একাধিক পুরস্কার তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করা লক্ষ্যে এগিয়ে চলেছেন। এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বিরাট কোহলি (Virat Kohli) অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন।

তিনি প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২০ বলে ২১ রান এবং গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪৯ বলে দুরন্ত ৭৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় এখন শীর্ষে আছেন। উল্লেখ্য এই তালিকায় ১ ম্যাচে ৮২ রান করে এই মুহুর্তে তৃতীয় স্থানে থাকা সঞ্জু স্যামসন সকলের নজর কেড়েছেন। এছাড়াও হেনরিখ ক্লাসেন এই বছর আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন। সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটসম্যান প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজের ব্যাটিং ইনিংসে মোট ৮ টি ছয় মেরেছেন।

অন্যদিকে চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট সংগ্রহ করে পার্পেল ক্যাপ নিজের দখলে করেছেন। এর সঙ্গে ইতিমধ্যে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসাবে ৪৩.০ পয়েন্ট সংগ্রহ করে বিরাট কোহলি শীর্ষ স্থানে আছেন। একই পয়েন্ট নিয়ে এই তালিকায় কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল দ্বিতীয় স্থানে রয়েছেন। উল্লেখ্য তিনি এখনও পর্যন্ত দলের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন। এর সঙ্গেই ফেয়ার প্লে পুরস্কারের জন্য এগিয়ে থাকা দলের নামও সামনে এসেছে। এই তালিকায় ১২.০০ গড় নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ শীর্ষ স্থানে আছে।