‘ও যখন ড্রেসিং রুম থেকে বেরোলো….’, কঠিন ৬ মাসের পর হার্দিকের সাফল্য আত্মহারা ঈশান কিষান

দিনকয়েক আগেই মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে, পুরোটা জুড়ে দেখা গিয়েছিল এক বিশাল জনসমুদ্র। ভারতীয় দল দীর্ঘসময় পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় গোটা মুম্বাই শহরে ভিড়…

দিনকয়েক আগেই মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে, পুরোটা জুড়ে দেখা গিয়েছিল এক বিশাল জনসমুদ্র। ভারতীয় দল দীর্ঘসময় পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় গোটা মুম্বাই শহরে ভিড় সেইদিন উপচে পড়ছিল। ওইদিনের জনগনের ভিড় প্রমাণ দিচ্ছিলো, ঠিক কতটা খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমী মানুষরা। যাই হোক, ওইদিন ওয়াংখেড়ে স্টেডিয়াম জুড়ে জয়ধ্বনি উঠছিল একে একে সব ক্রিকেটারদের।

বিগত এক মাস আগেই যে মাঠে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছিলো, সেই মাঠে দেখা গেল এবার হার্দিক হার্দিক স্লোগান। আর এই সবকিছুরই প্রাপ্য হার্দিক। আইপিএলের সময়টা তার জন্য খুব কঠিন গেলেও, ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪০ কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন এই অলরাউন্ডার। এবার তার প্রশংসায় পঞ্চমুখ হলেন আরেক ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ।

একদিক আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক এবং ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছেন তারই সতীর্থ ঈশান কিষাণ। কিন্তু এবার সাংবাদিকমাধ্যমের সাথে কথোপকথনের সময় ঈশান কিষাণ হার্দিকের বিষয়ে সমর্থন করে জানিয়েছেন, “আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম ও যখন ট্রফি নিয়ে ড্রেসিং রুম থেকে বেরিয়েছিল এবং পুরো ওয়াংখেড়ে তখন চিৎকার করছিল, এটি তার জন্য ছিল বিশেষ প্রাপ্তি। বিগত ৬ মাস তার জন্য খুব কঠিন ছিল, তাকে নিয়ে সব ধরণের কথা লেখা হয়েছিল কিন্তু ও কখনই শান্ত হয়নি। ও একটি খেলাধুলার পদ্ধতি গ্রহণ করেছিল এবং শুধুমাত্র খেলায় মনোনিবেশ করেছিল।”

আইপিএলের সময় রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করায় হার্দিকের প্রতি ক্ষুব্ধ ছিল অনেক ভক্তই। এমনকি মরশুমটি তার জন্য খুব একটা ভালো না যাওয়ায়, অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু আজ সমস্ত সমালোচনার জবাব দিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হার্দিক পান্ডিয়া। আর এমন দিনে পুরোনো স্মৃতি টানতে ভোলেননি ঈশান কিষাণ।