‘শর্মাজির ছেলেকে সাপোর্ট করব’, আইপিএল থেকে‌ ছিটকে কোন দলকে সমর্থন করার কথা বললেন রাহুল?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League 2024) লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants);দল জয় দিয়ে তাদের যাত্রা শেষ করেছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে কেএল রাহুলের (KL…

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League 2024) লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants);দল জয় দিয়ে তাদের যাত্রা শেষ করেছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন দল শেষ ম্যাচ ১৮ রানে জিতেছে। তবে তা সত্ত্বেও এই মরশুমে ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফে যোগ্যতা অর্জন করতে পারেনি লখনউ। ম্যাচ শেষে জয়ের আনন্দের পাশাপাশি প্লে অফে উঠতে না পারার দুঃখ দেখা গেল রাহুলের মুখে। ম্যাচ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও মজা করে কথা বললেন কেএল রাহুল।

ম্যাচ শেষে একটি বিখ্যাত বিজ্ঞাপনের (ড্রিম ১১) কথা উল্লেখ করে শ্বশুর সুনীল শেট্টি ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে হাসি-ঠাট্টা করেন রাহুল। তিনি বলেন, ”আমি এখন শ্বশুরের দলে আছি। আসন্ন বিশ্বকাপে আমরা সবাই মিলে শর্মাজির ছেলেকে সমর্থন করব।”

আইপিএলের ১৭তম মরশুম নিয়ে রাহুল বলেন, ”এই মরশুমটা খুব হতাশাজনক ছিল। মরসুমের শুরুতে আমি ভেবেছিলাম আমাদের খুব শক্তিশালী একটি দল আছে। হ্যাঁ, কিছু খেলোয়াড় ইনজুরিতে পড়েছে, যেটা সব দলের সঙ্গেই হয়ে থাকে। কিন্তু আমরা একসঙ্গে ভালো করতে পারিনি। আজকের ম্যাচটা খুব ভালো হয়েছে। এই ধরনের ম্যাচ আমাদের আরও খেলা উচিত ছিল।”

পাশাপাশি দলের ভারতীয় ফাস্ট বোলারদের প্রশংসা করেছেন রাহুল। তিনি বলেছেন যে ফ্র্যাঞ্চাইজি তাদের অনুশীলনে অনেক মনোযোগ দিয়েছে। “ওদের জন্য খুব খুশি। ফ্র্যাঞ্চাইজি তাদের কাজ করেছে। এটা শুধু দুই মাসের ব্যাপার নয়। আমরা মায়াঙ্ক এবং যুধবীরকে দক্ষিণ আফ্রিকায় মর্নে মরকেলের সাথে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিলাম। তাদের কঠোর পরিশ্রম সার্থক হয়েছে।”

টিম ইন্ডিয়ায় ফেরা নিয়েও মন্তব্য করেছেন কেএল রাহুল। তিনি বলেন, ”এখন খুব বেশি টি-টোয়েন্টি ক্রিকেট হয় না। এই মরসুমে আমি আমার ব্যাটিং সম্পর্কে অনেক কিছু শিখেছি। দলে ফিরতে হলে কী করতে হবে? হয়তো মিডল অর্ডারে খেলতে হবে, বা হয়তো নয়। আমরা চেয়েছিলাম নিকোলাস পুরান উপরে ব্যাট করুক, কিন্তু দলের দিকে তাকিয়ে ইচ্ছা ছিল আমাদের অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়রা চাপ সামলাক। আমরা চাইনি আমাদের দুই বিদেশি খেলোয়াড় একসঙ্গে ব্যাট করুক।”