KKR IPL 2024: মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে বড় ধাক্কা নাইট শিবিরে, পরপর দুদিন হল অনুশীলন বাতিল

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলে (IPL 2024) একের পর এক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে কার্যত প্লে অফে জায়গা পাকা করে নিয়েছে।…

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলে (IPL 2024) একের পর এক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে কার্যত প্লে অফে জায়গা পাকা করে নিয়েছে। মেন্টর হিসাবে গৌতম গম্ভীর দলে ফিরে এসে দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন। চলমান টুর্নামেন্টে নাইট বাহিনী পরবর্তী ম্যাচে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামবে। তবে এই ম্যাচের আগে কলকাতাকে একের পর এক বিপাকে পড়তে হচ্ছে। দলের প্রস্তুতির জন্য আজও মাঠে নামতে পারলেন না তারা।

কলকাতা নাইট রাইডার্স আইপিএলের শেষ ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে সুনীল নারিনের দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সে তারা ৯৮ রানে বিশাল জয় তুলে নেয়। ফলে চলমান আইপিএলে নাইট বাহিনী এই মুহূর্তে ১১ ম্যাচের মধ্যে ৮ টিতে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ অবস্থান করছে। তারা পরবর্তী ম্যাচে ১১ মে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে।

তবে লখনউ থেকে এই ম্যাচের জন্য নাইট বাহিনী কলকাতা ফেরার সময় প্রাকৃতিক পর্যায়ের মুখে পড়েছিল। ফলে তাদের এক রাত বারাণসীতে থেকে একদিন পর শহরে পৌঁছাতে হয়। তাই গতকাল ক্রিকেটারদের বিশ্রামের জন্য অনুশীলন থেকে বিরতি দেওয়া হয়। অন্যদিকে আজ দুপুর থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হওয়ায় আজও নাইট রাইডার্সের অনুশীলন পর্ব বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকেল ৫ টা থেকে দুই দলেরই ইডেন গার্ডেন্সে অনুশীলন করার কথা ছিল।

এই প্রবল বৃষ্টির জন্য মুম্বাই ইন্ডিয়ান্সও তাদের অনুশীলন বাতিল করেছে। উল্লেখ্য মুম্বাই এই মুহূর্তে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে চলমান আইপিএলে ১২ ম্যাচের মধ্যে ৮ টিতে হারের সম্মুখীন হয়ে টুর্নামেন্টের প্লে অফে জায়গা করে নেওয়ার আশা শেষ করেছে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ফলে মুম্বাই বনাম কলকাতার ম্যাচ বৃষ্টিপাতের জন্য সমস্যার মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।