পান্থের পর এবার ভয়াবহ পথদুর্ঘটনার শিকার শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক

বিশ্বের প্রতিটি ক্রিকেটার জীবনের একাধিক ওঠা পড়ার মধ্য দিয়ে যান। ২০২২ সালে ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পান্থের গাড়ি দুর্ঘটনার খবর ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছিল।…

বিশ্বের প্রতিটি ক্রিকেটার জীবনের একাধিক ওঠা পড়ার মধ্য দিয়ে যান। ২০২২ সালে ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পান্থের গাড়ি দুর্ঘটনার খবর ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছিল। তিনি বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এবার আজ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার লাহিরু থিরিমান্নে (Lahiru Thirimanne) ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়লেন।

লাহিরু থিরিমান্নে ২১ বছর বয়সে ২০১০ সালে শ্রীলঙ্কার হয়ে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজের সময় ভারতের বিপক্ষে অভিষেক করেছিলেন। তারপর দীর্ঘ সময় ধরে তিনি জাতীয় দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এর সঙ্গেই লাহিরু থিরিমান্নে শ্রীলঙ্কার হয়ে ৪৪ টি টেস্ট ম্যাচে ২০৮৮ রান করার সঙ্গে সঙ্গে ১২৭ টি একদিনের ম্যাচে মোট ৩১৯৪ রান সংগ্রহ করেছেন। উল্লেখ্য থিরিমান্নে গত বছর ২৩ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।

এরপর তিনি নিজের মতো পরিবারের সঙ্গে জীবনযাপন করছিলেন। আজ অর্থাৎ ১৪ মার্চ, বৃহস্পতিবার লাহিরু থিরিমান্নে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। ঘটনাটি অনুরাধাপুরার থিপান্নে এলাকায় ঘটেছে। থিরিমান্নে যে গাড়িতে বসেছিলেন সেটি একটি লরিকে ধাক্কা মারলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী ক্রিকেটার সামান্য আহত হয়েছেন‌। বর্তমানে তার পরিবারের সদস্য সহ তিনি হাসপাতালে চিকিৎসকদের পরামর্শের মধ্যে আছেন।

অন্যদিকে গতকাল শ্রীলঙ্কা ৩ ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ বিপক্ষে মাঠে নেমেছিল। তবে ম্যাচটি টাইগার বাহিনী ৬ উইকেটে জয় তুলে নেয়। আগামীকাল অর্থাৎ ১৫ মার্চ সিরিজের পরবর্তী ম্যাচে লঙ্কা বাহিনী মাঠে নামবে। উল্লেখ্য এর আগেই শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় তুলে নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লঙ্কা বাহিনীর কাছে এই সিরিজ জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল।