Manu Bhaker-Neeraj Chopra: মনু ও নীরজের বিয়ের‌ জল্পনার মাঝে সামনে এল পরিবার, আসল সত্য জানালেন মনুর বাবা

এই বছর প্যারিস অলিম্পিকে ২২ বছর বয়সী মনু ভাকের প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিলেন। তিনি প্রথমেই মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগ থেকে ব্রোঞ্জ পদক এনে দেন।

Manu Bhaker And Neeraj Chopra Marriage Rumours Family Statement Coming

সম্প্রতি শেষ হওয়া প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের হাত ধরে খুব বেশি পদক না এলেও বিশেষ কয়েকজন ক্রীড়াবিদ যথেষ্ট ভালো পারফরম্যান্স করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। তাদের মধ্যে মনু ভাকের এবং নীরজ চোপড়া অন্যতম দুই নাম। অন্যদিকে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই দুজন ক্রীড়াবিদের মধ্যে বিবাহ হতে চলেছে বলে খবর ভাইরাল হয়। এবার এই বিষয়ে মনু ভাকেরের বাবার গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এল।

এই বছর প্যারিস অলিম্পিকে ২২ বছর বয়সী মনু ভাকের প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিলেন। তিনি প্রথমেই মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগ থেকে ব্রোঞ্জ পদক এনে দেন। এরপর ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগে মনু ভাকের সরবজ্যোত সিংয়ের সঙ্গে ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাস তৈরি করেন। অন্যদিকে এই বছর প্যারিস অলিম্পিকে সকলেই টোকিও অলিম্পিকের সোনা জয়ী তারকা নীরজ চোপড়ার দিকে তাকিয়ে ছিলেন। মনে করা হয়েছিল এই বছরও তিনি ভারতকে স্বর্ণপদক এনে দিয়ে রেকর্ড তৈরি করবেন।

কিন্তু শেষ পর্যন্ত নীরজ চোপড়া পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে পরাজিত হয়ে রৌপ পদক জয় করেন। এরপরই সাম্প্রতিক সময় ভারতের সোনা জয়ী তারকার সঙ্গে মনু ভাকেরের এবং মানু ভাকের মায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। অনেকেই মনে করেছিলেন তাদের বিয়ের ব্যাপারে পরিবার প্রস্তুতি শুরু করেছে। তবে সমস্ত সম্ভাবনার বিষয় এবার ভারতের ব্রোঞ্জ জয়ী মহিলা শুটারের বাবা উড়িয়ে দিলেন। তিনি জানান তার মেয়ে এখন শুধুমাত্র নিজের খেলার প্রতি মনোযোগ দেবে।

মনু ভাকেরের বাবা রাম কিষাণ ভাকের এই বিষয়ে বলেন, “মনু এখনও খুব ছোটো এবং বিয়ের বয়সও হয়নি। অন্যকিছু বিষয় নয় মনুর মা নীরজ চোপড়াকে তার ছেলের মতো মনে করেন।” এর সঙ্গেই নীরজ চোপড়ার কাকার এই বিষয়ে মন্তব্য সামনে এসেছে। তিনি এক সাক্ষাৎকারে বলেন,”যেভাবে নীরজ পদক এনেছে এবং গোটা দেশ তা জানতে পেরেছে একইভাবেই তিনি যখন বিয়ে করবেন তখন সবাই জানতে পারবে।”