লাগাতার দুই বিশ্বকাপে ব্যর্থতার পর পদত্যাগ ইংল্যান্ড কোচের, অস্থায়ীভাবে দায়িত্বে এলেন এই লেজেন্ড

২০২২ সালে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে মটের মেয়াদ শুরু হয়েছিল। সেবার ফাইনালে পাকিস্তানকে হারায় ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড ক্রিকেট দলের সীমিত ওভারের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ম্যাথু মট। অন্তর্বর্তীকালীন ভিত্তিতে তার জায়গা‌ নিয়েছেন সাবেক ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চ্যাম্পিয়ন ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড এবং গত বছর ৫০ ওভারের বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছিল দলটি। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে মটের মেয়াদ শুরু হয়েছিল। সেবার ফাইনালে পাকিস্তানকে হারায় ইংল্যান্ড।

বোর্ড অফিসিয়াল বলেন- “ইংল্যান্ড ক্রিকেটের সাথে জড়িত প্রত্যেকের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, আমি ম্যাথুকে তার নিয়োগের পর থেকে দলের জন্য সমস্ত কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা মাত্র তিন কোচের একজন হিসেবে পদত্যাগ করছেন তিনি। অল্প সময়ের মধ্যে তিনটি বিশ্বকাপ চক্রের পরে, আমি এখন অনুভব করি যে সামনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত হওয়ার জন্য দলের একটি নতুন দিকনির্দেশনা দরকার।”

ট্রেসকোথিকের নিয়োগ সম্পর্কে তিনি বলেন- , “মার্কাস ট্রেসকোথিক ড্রেসিংরুমে অত্যন্ত সম্মানিত এবং সাদা বলের অধিনায়ক জস বাটলারের সাথে দলের বিষয়গুলির দায়িত্ব নেবেন। মার্কাস এবং জসের সম্পর্ক খুব ভাল হয়ে উঠছে এবং তাদের অংশীদারিত্ব আমাদের ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। এখন পূর্ণকালীন কোচ খোঁজার কাজ শুরু হবে।”

ইংল্যান্ডের নতুন অন্তর্বর্তীকালীন সাদা বল কোচ মার্কাস ট্রেসকোথিক ৭৬টি টেস্ট, ১২৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৫৮২৫ রান, ওয়ানডেতে ৪৩৩৫ ও টি-টোয়েন্টিতে ১৬৬ রান রয়েছে তার।