টি-২০ বিশ্বকাপ ২০২৪ নয়, আগামী এই আইসিসি ইভেন্টে‌ ভারতের হয়ে খেলা উচিত মায়াঙ্কের, জানালেন IPL জয়ী কোচ

এই বছর আইপিএলে (IPL 2024) একাধিক তরুণ ক্রিকেটার অসাধারণ পারফরম্যান্স করে সকলের মন জয় করে নিচ্ছেন। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup…

এই বছর আইপিএলে (IPL 2024) একাধিক তরুণ ক্রিকেটার অসাধারণ পারফরম্যান্স করে সকলের মন জয় করে নিচ্ছেন। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) থাকায় এই ক্রিকেটারদের ওপর বিসিসিআইয়ের বিশেষ নজর রয়েছে। এর সঙ্গেই সাম্প্রতিক সময় লখনউ সুপার জায়ান্টসের (Lokhnow Super Giants) মায়াঙ্ক যাদব (Mayank Yadav) পেসার হিসাবে আলোচনায় উঠে এসেছেন। এবার এই বিষয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার টম মুডি (Tom Moody) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

মায়াঙ্ক যাদব এই বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্রথম দিকে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পরপর ম্যাচে বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তার ধারাবাহিকভাবে ১৫০ কিমি/ঘন্টার বলগুলি বিপক্ষের ব্যাটসম্যানদের রীতিমত চাপের মুখে ফেলে দেয়। এই দুই ম্যাচে মায়াঙ্ক মোট ৬ টি উইকেট সংগ্রহে করে নেন। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভারতীয় তরুণ বোলারের জায়গা পাওয়া নিয়ে বিভিন্ন আলোচনা সামনে আসে।

তবে লখনউয়ের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মায়াঙ্ক যাদব চোট পেয়ে মাঠের বাইরে চলে যান।তারপর থেকে আর তাকে এই দলের একাদশে দেখা যায়নি। এবার আসন্ন বিশ্বকাপে মায়াঙ্কয়ের ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার টম মুডি বিশেষ বার্তা দিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মায়াঙ্ক যাদবের উচিত ভারতের হয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ২০২৪ সালের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়।”

উল্লেখ্য ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে‌। এর ফলে ভারতীয় দল চাইবে ঘরের মাটিতে এই বিশ্বকাপ নিজেদের দখলে রাখতে। অন্যদিকে আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে অন্যতম তারকা পেসার মহম্মদ শামি অংশগ্রহণ করবেন না। সম্ভবত ভারতীয় বোলিং আক্রমণে পেসার হিসাবে মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিংকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে।