দেশ বিদেশে ভীত জমিয়ে এবার আইপিএল ফ্রাঞ্চাইজিদের নজর ইংল্যান্ডে, এই দলটি কেনার জন্য মরিয়া ৫ আইপিএল দল

আইপিএল (IPL) দলগুলির কর্মকর্তারা বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলিতে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি…

আইপিএল (IPL) দলগুলির কর্মকর্তারা বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলিতে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগগুলিতে আইপিএল দলগুলির বেশকিছু কর্মকর্তা নতুন দল কিনে চমক দিয়েছেন। এবার ইংল্যান্ডের অন্যতম টুর্নামেন্ট দ্যা হান্ড্রেডকে (The Hundred) ঘিরেও আইপিএল দলগুলির আগ্ৰহ দেখা যাচ্ছে।

২০২১ সালে থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া দ্যা হান্ড্রেড হল একটি ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ইসিবি (ECB) দ্বারা পরিচালিত ইংল্যান্ড এবং ওয়েলসের বড়ো শহর কেন্দ্রিক দলগুলি অংশগ্রহণ করে থাকে। এই বছর দ্যা হান্ড্রেড ২৪ জুলাই থেকে শুরু হতে চলেছে। তবে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরে ভাবনা-চিন্তা চালিয়ে যাচ্ছে। এবার মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সভাপতি মার্ক নিকোলাস দ্যা হান্ড্রেডে অংশগ্রহণকারী দল লন্ডন স্পিরিটের (London Spirit) বিষয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন।

তিনি জানিয়েছেন যে ৫ টি আইপিএল দল লন্ডন স্পিরিটের অংশীদারিত্ব কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। নিকোলাস একজন প্রাক্তন ক্রিকেটার এবং প্রবীণ ভাষ্যকার। তিনি এই বছরের অক্টোবরে লন্ডন স্পিরিটের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন। নিকোলাস এমসিসি-র সিইও গাই ল্যাভেন্ডারের একটি চিঠিও প্রকাশ্যে এনেছেন। এই চিঠির মাধ্যমে লন্ডন স্পিরিটে ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগের বিষয়টি নিয়ে ইউসিবির কাছে অনুমোদন চাওয়া হয়েছে।

বাকি ৫১ শতাংশ মালিকানা স্বত্ব ফ্রাঞ্চাইজি দলটির কাছেই থাকবে। অন্যদিকে এই বিষয়ে আইপিএলের কোন ৫ টি দল আগ্রহ প্রকাশ করেছে তা এখনও সামনে আসেনি। আগামী ৫ জুলাই লর্ডসে ‘ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস’’ নামে একটি সম্মেলন আয়োজন করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই অনুষ্ঠানে বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় শাহ, বিদায়ী প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আইপিএলের ফ্রাঞ্চাইজি দলের কিছু প্রতিনিধিও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।