Mirabai Chanu: শারীরিক অসুস্থতা থাকায় মাত্র ১ কেজির জন্য হাতছাড়া হয়েছিল পদক, কি হয়েছিল মীরাবাঈয়ের?

মীরাবাঈ চানু ২০২০ সালের টোকিও অলিম্পিকে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন। এছাড়াও তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসেও স্বর্ণপদক জয় করে দেশকে সন্মান এনে দেন।

Mirabai Chanu Misses Medal After Finishing Fourth In Weightlifting At Paris Olympics For Physical Weakness Due To Period

এই বছর প্যারিস অলিম্পিক একাধিক বিতর্কের মধ্যে দিয়ে এখন শেষের দিকে এসে পৌঁছেছে। ব্লু ব্রিগেডরা এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করলেও এখনও পর্যন্ত মাত্র ৩ টি ব্রোঞ্জ পদক জয় করতে পেরেছে। তবে ভারতীয় দলের বেশকিছু তারকার দিকে দেশবাসী তাকিয়েছিল। তাদের মধ্যে মীরাবাঈ চানু অন্যতম ছিলেন। তবে তিনি প্যারিস অলিম্পিকে ভারোত্তোলনে একটুর জন্য ব্রোঞ্জ পদক জয় করতে পারেননি। এবার মীরাবাঈ চানু এই ব্যর্থতার বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন।

মীরাবাঈ চানু ২০২০ সালের টোকিও অলিম্পিকে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন। এছাড়াও তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসেও স্বর্ণপদক জয় করে দেশকে সন্মান এনে দেন। ফলে এই বছর প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের পক্ষ থেকে মীরাবাঈ চানু অসাধারণ পারফরম্যান্স করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু আজ তিনি দুর্ভাগ্যজনকভাবে একটুর জন্য ব্রোঞ্জ পদক জয় করতে ব্যর্থ হন। মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে মীরাবাঈ চানু মাত্র ১ কেজির পার্থক্যের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছেন।

টোকিও অলিম্পিকের রৌপ্য পদক বিজয়ী ১৯৯ স্কোর করে চতুর্থ স্থানে টুর্নামেন্ট শেষ করেন। থাইল্যান্ডের সুরোদচানা খাম্বাও মাত্র ১ কেজি বেশি ২০০ স্কোর করে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন। অন্যদিকে এই ব্যর্থতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীরাবাঈ চানু জানান তার পিরিয়ড চলায় তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল অনুভব করছিলেন। রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ভারতীয় তারকা ক্রীড়াবিদ বলেন, “আমি আমার পিরিয়ডের তৃতীয় দিনে আছি। ফলে শরীরে দুর্বলতা ছিল। এটি আমার পারফরম্যান্সকে প্রভাবিত করেছে। আমি আমার সেরাটা দিয়েছি, কিন্তু আজ আমার দিন ছিল না।”

এর সঙ্গেই চোট সারিয়ে মীরাবাঈ চানু প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। ফলে আজ তিনি নিজের ৩০ তম জন্মদিনে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে চতুর্থ স্থানে শেষ করে খুশি বলে জানিয়েছেন। অন্যদিকে আজ প্যারিস অলিম্পিকের গুরুত্বপূর্ণ দিনে ভারতের হয়ে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে মাঠে নামবেন। বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্স করার পর তিনি এই অলিম্পিকও দেশের হয়ে স্বর্ণপদক এনে দেবেন বলে প্রায় নিশ্চিত হয়ে গেছে‌।