বিশ্বকাপজয়ী কামিন্স নয়, এই নতুন তারকাকে T20 World Cup 2024-এর জন্য অধিনায়ক করল অস্ট্রেলিয়া

মাসকয়েক পরেই রয়েছে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে এই আইসিসি ইভেন্টকে। যাকে ঘিরে মানুষের উত্তেজনা…

মাসকয়েক পরেই রয়েছে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে এই আইসিসি ইভেন্টকে। যাকে ঘিরে মানুষের উত্তেজনা চরম শিখরে পৌঁছেছে। ইতিমধ্যেই ওই টি-২০ বিশ্বকাপ সম্পর্কে একের পর এক খবর উঠে আসছে ক্রিকেটমহলে। আজ যা খবর উঠে এল, তা হল টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh)। এমনটাই জানিয়ে দিলেন অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald)।

গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2023) ভারতকে হারানোর পর অস্ট্রেলিয়া টি-২০ দলের অধিনায়ক হিসাবে মিচেল মার্শকে বেছে নেওয়া হয়েছিল। এর পরে মার্শের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৯২ এবং ৭৯ করার কারণে মার্শকে সিরিজের সেরা ঘোষণা করা হয়। এমনকি চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া মার্শের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ২-১ জয় পেয়েছে। নিউজিল্যান্ডে গিয়েও কিউয়িদেরকে ক্লিন সুইপ করেছে তারা।

কিন্তু একদিনের বিশ্বকাপে (ICC Cricket World Cup 2023) জয়ের পর বি সারির দলকে ভারতের মাটিতে টি-২০ সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন ম্যাথিউ ওয়েড (Matthew Wade)। ৪-১ এর ফলাফলে ওই সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। তাই অধিনায়ক পদে মিচেল মার্শকেই দেখছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং জর্জ বেইলিরা (George Bailey)। হেড কোচ ম্যাকডোনাল্ড ক্রিকেট. কম. এইউকে জানিয়েছেন, “সবাই মিচকেই নেতা হিসাবে চাইছেন। আমাদের শুধুমাত্র কয়েকটা বিষয়ে উন্নতি করতে হবে। ও যেভাবে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, তাতে আমরা আশাবাদী। বিশ্বকাপে মিচই আমাদের নেতা।”

অ্যারন ফিঞ্চের (Aaron Finch) অবসর ঘোষণার পর অস্ট্রেলিয়া দল টি-২০ অধিনায়ক নিয়ে বেশ চিন্তিত ছিল। ম্যাথিউ ওয়েড এবং মিচেল মার্শ দুইজনকেই খতিয়ে দেখে অস্ট্রেলিয়া দল। অবশেষে মার্শের হাতেই তুলে দেওয়া হয়েছে টি-২০ বিশ্বকাপে দলের অধিনায়কত্ব। অনেকে মনে করেছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং একদিনের বিশ্বকাপ জেতায় প্যাট কামিন্সের (Pat Cummins) কাঁধেও উঠতে পারে টি-২০ বিশ্বকাপের দায়িত্ব। কিন্তু এমনটা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।