KKR Team News: মায়ের অসুস্থতায় দেশে ফিরেছিলেন গুরবাজ, এবার কবে যোগ দেবেন‌ দলে, জানালেন নিজেই

এই বছর আইপিএলে (IPL 2024) সব বিভাগেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের দুরন্ত পারফরম্যান্স বজায় রেখে প্রথম থেকে এগিয়ে চলেছে। গত বছর আইপিএলে…

এই বছর আইপিএলে (IPL 2024) সব বিভাগেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের দুরন্ত পারফরম্যান্স বজায় রেখে প্রথম থেকে এগিয়ে চলেছে। গত বছর আইপিএলে নাইট বাহিনী লড়াই চালালেও প্লে অফে জায়গা করে নিতে পারেনি। এই বছর নতুন মেন্টর হিসাবে গৌতম গম্ভীর আবার দলে ফিরে আসায় ক্রিকেটাররা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এবার নাইট বাহিনীদের অন্যতম তারকা রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) আবার দলের সঙ্গে যোগ দিতে চলেছেন।

কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত এই বছর আইপিএলে ১১ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছে। শেষ ম্যাচে তারা লখনউ সুপার জায়ান্টসকে ৯৮ রানে পরাজিত করে। অন্যদিকে গত বছর নাইট বাহিনীদের ওপেনার জুটির বিষয়ে সবথেকে বেশি সমস্যায় দেখা গিয়েছিল। তবে ওপেনার বারবার পরিবর্তন করা হলেও আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ ব্যাট হাতে নিজের জায়গা ধরে রাখার চেষ্টা চালিয়েছিলেন।

এর সঙ্গেই গত বছর তার ব্যাট থেকে ১১ ম্যাচে মোট ২২৭ রান এসেছিল। এই বছর আইপিএলে সুনীল নারিন এবং ফিল সল্ট ওপেনিং করায় গুরবাজ একটি ম্যাচেও একাদশে সুযোগ পাননি। অন্যদিকে চলতি আইপিএলের মধ্যেই ১ মে আফগান এই তারকা ব্যাটসম্যান দেশে ফিরে যান। গুরবাজের মা অসুস্থ থাকায় তাকে এই সিদ্ধান্ত নিতে হয়। তবে তিনি আবারও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিতে চলেছেন। গুরবাজ নিজেই আজ নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে ভক্তদের বার্তা দেন।

তিনি লেখেন, “আমার মায়ের অসুস্থতার কারণে আইপিএল থেকে একটু বিরতি নিতে হয়েছিল। আমি আবার খুব তাড়াতাড়ি কেকেআর পরিবারে যোগ দিতে চলেছি। আপনাদের অসংখ্য বার্তা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমার মা এখন অনেকটাই সুস্থ বোধ করছেন।” উল্লেখ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের একটি ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থাকায় ফিল সল্টকে খুব তাড়াতাড়ি দেশে ফিরে যেতে হতে পারে। ফলে প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে গুরবাজের ওপেনার হিসাবে আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে।